সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
সৌদি আরবে অনুষ্ঠিত সোথেবির প্রথম আন্তর্জাতিক আর্ট ও বিলাসবহুল সামগ্রীর নিলাম শনিবার দিরিয়াহতে অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে আরব শিল্পীদের শিল্পকর্মই সবচেয়ে সফলভাবে বিক্রি হয়েছে।
সোথেবি জানিয়েছে, ‘অরিজিনস’ শিরোনামের এই নিলামটি ছিল হাউসফুল। নিলামটি অনুষ্ঠিত হয় ২৫০ আসনের একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটারে। ৪৫টি দেশের অংশগ্রহণকারী এতে যোগ দেন।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নিলাম থেকে প্রায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ডলার আয় হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০১ কোটি টাকা। নিলামে আইটেম সংখ্যার বিবেচনায় বিক্রির হার ছিল ৬৭ শতাংশ। তবে মূল্য বিবেচনায় বিক্রি হয়েছে ৭৪ শতাংশ। আর ক্রেতাদের মধ্যে তিন ভাগের এক ভাগই ছিলেন সৌদি আরবের।
জানা গেছে, নিলামটিতে প্রায় ১২০টি আইটেম তোলা হয়। এর মধ্যে ৫০ ভাগই ছিল চিত্রকর্ম। ২৫ শতাংশ ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়না। ডিজাইনার হ্যান্ডব্যাগ ছিল ১৭ টি। খেলা-ধুলার কিছু স্মারকও ছিল।
এই নিলামের বিষয়ে ‘সৌদি আরবে শিল্প: একটি নতুন সৃষ্টিশীল অর্থনীতি?’ শীর্ষক বইটির লেখক ও শিল্প বিশ্লেষক রেবেকা অ্যান প্রক্টর বলেছেন, ‘নিলামের আগে প্রায় সবাই ভেবেছিলেন বিলাসবহুল সামগ্রী বেশি বিক্রি হবে। তবে প্রত্যাশার বিপরীতে আর্ট বিভাগেই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এটি সৌদি ও আরব শিল্পের প্রতি মানুষের আগ্রহের ইঙ্গিত দেয়।’
সিএনএন জানায়, নিলামে তিনটি শিল্পকর্ম ১০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এ ক্ষেত্রে শিল্পীরা তাঁদের প্রত্যাশা অনুযায়ী দাম পেয়েছেন। তবে চিত্রকর্মের ক্ষেত্রে রেকর্ড করেছে আরব শিল্পীরা। ১৯৬৫ সালে আঁকা সিরিয়ার শিল্পী লুয়াই কায়ালির ‘তারপর কী’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৯ লাখ ডলারে। সৌদি শিল্পী আবদুলহালিম রাদউইয়ের ১৯৮৪ সালে আঁকা ‘শিরোনামহীন’ বিক্রি হয় ২ লাখ ৬৪ হাজার ডলারে।
এ ছাড়া সৌদি শিল্পীদের অন্তত চারটি চিত্রকর্ম প্রত্যাশিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে সামিয়া হালাবির আঁকা ‘নীল ফাঁদ’ শিরোনামের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ডলারে, প্রত্যাশিত মূল্যের চেয়ে যা প্রায় দ্বিগুণ।
সোথেবির ফাইন আর্ট বিভাগের প্রধান আশকান বাঘেস্তানি বলেছেন, ‘এই নিলামে আমরা যে সাফল্য অর্জন করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে, সৌদি ও আরব বিশ্বের শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি শিল্প বাজার উন্মোচনের পথে একটি সফল পদক্ষেপ।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
২ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে