Ajker Patrika

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রাখার স্থানেও হামলা করা হবে: হোয়াইট হাউস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ জুন ২০২৫, ২৩: ৫৬
হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণুবিষয়ক যাবতীয় সক্ষমতা সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

আজ সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন, সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, ইরানের পরমাণুবিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতিমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।’

ক্যারোলিন আরও বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকত, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত