Ajker Patrika

রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাই রমজানে ওমরাহ পালন করতে পারবেন 

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১: ৪৪
রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাই রমজানে ওমরাহ পালন করতে পারবেন 

রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরাই এবারের পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। দেশটির সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার এ ঘোষণা দেওয়া হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই ওমরাহ পালন ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়তে পারবেন। যারা দুই ডোজ করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন গ্রহণ করেছেন, ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন বা করোনা থেকে সেরে উঠেছেন শুধু তারাই এবার ওমরাহ করার সুযোগ পাবেন। তবে এসব শর্ত চলতি বছরের হজের সময় প্রযোজ্য হবে কি-না তা নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

গত বছর সৌদিতে বসবাসরত ১০ হাজার মুসল্লি হজ করার সুযোগ পেয়েছিলেন। তখন করোনাভাইরাস মহামারির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাওয়ার সুযোগ বাতিল করেছিল সৌদি সরকার।

সৌদি আরবে এখন পর্যন্ত তিন লাখ ৯৩ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ছয় হাজার সাত শ’র বেশি মানুষ।

সূত্র: আলজাজিরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত