লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল রোববার। এরই মধ্যে বিতর্ক, নির্বাচনী প্রচার, জনসংযোগ, নির্বাচনপূর্ব জরিপ ইত্যাদি সবই সম্পন্ন হয়েছে। কেবল বাকি, জনগণের ভোট প্রদান। কে হতে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ আলভোরাদার পরবর্তী বাসিন্দা—সাবেক লুলা ইনাসিও দ্য সিলভা নাকি বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেটাফুলহার গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির ৮৫ ভাগ মানুষ এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাঁরা কাকে ভোট দেবেন।
ডেটাফুলহার প্রতিবেদন অনুসারে, সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডেই বিরাট জয় পেতে পারেন। এমনকি তাঁর দ্বিতীয় ধাপের ভোটে অংশগ্রহণ নাও করতে হতে পারে। জরিপে দেখা গেছে, জাইর বলসোনারো জনসমর্থন লাভের ক্ষেত্রে লুলার চেয়ে অনেকটাই পিছিয়ে। বলসোনারো এখনো লুলার চেয়ে অন্তত ১৪ পয়েন্ট পেছনে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের আশা, ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ আলভোরোদার দৌড়ে এগিয়ে লুলাই।
স্থানীয় সময় ২ অক্টোবর, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। একইদিনে একই সঙ্গে দেশটির ২৬টি রাজ্য এবং একটি ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর, সিনেটর এবং স্টেট ডেপুটিদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।
ব্রাজিলের নির্বাচনী নিয়ম অনুসারে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান তবে প্রথমা ধাপেই তিনি বিজয়ী বলে ঘোষিত হবে। তবে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে সর্বোচ্চ ভোট পাওয়া নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে যে প্রার্থী বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। দেশটিতে ১৫ কোটি ৬০ লাখ ভোটার রয়েছে।এখনো পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা এবং বলসোনারোকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বলে ভাবা হচ্ছে। ৭৬ বছর বয়সী লুলা এরই মধ্যে দুই মেয়াদে—২০০৩ থেকে ২০০৬ এবং ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত—প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বিগত শতকের ৭০ এর দশকে লুলা শ্রমিক আন্দোলনের নেতা হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন।
লুলা এবং আরও কয়েকজন মিলে ১৯৮০ সালের দিকে ওয়ার্কার্স পার্টি গঠন করেন। তাঁর দল এবং তিনি দেশটিতে নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও তাঁর শাসনকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে কোনো প্রমাণ না থাকায় তিনি ছাড়া পেয়ে যান। এই নির্বাচনে কর সংস্কার, ক্ষুধামুক্ত ব্রাজিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন লুলা। সাড়াও পেয়েছেন বেশ ইতিবাচকভাবেই। এ ছাড়া, তিনি আমাজন বন ধ্বংস করে মরুকরণের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
অপরদিকে, বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো রাজনীতিতে প্রবেশের আগে ব্রাজিলের সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার আগ পর্যন্ত তিনি ফেডারেল ডিস্ট্রিক্টের ডেপুটি ছিলেন। এই পদে তিনি টানা ২৭ বছর দায়িত্ব পালন করেন। দেশটিতে বলসোনারো রক্ষণশীল রাজনীতির সমর্থক বলে পরিচিত। তাঁর সরকারের বিরুদ্ধে আমাজনের গাছ কেটে বন উজাড়করণে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। বলসোনারো নতুন করে নির্বাচিত হলে দেশটিতে খনিজ সম্পদ আহরণ, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ এবং টেকসই জ্বালানি খাতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অক্টোবরের শেষ দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল রোববার। এরই মধ্যে বিতর্ক, নির্বাচনী প্রচার, জনসংযোগ, নির্বাচনপূর্ব জরিপ ইত্যাদি সবই সম্পন্ন হয়েছে। কেবল বাকি, জনগণের ভোট প্রদান। কে হতে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ আলভোরাদার পরবর্তী বাসিন্দা—সাবেক লুলা ইনাসিও দ্য সিলভা নাকি বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেটাফুলহার গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির ৮৫ ভাগ মানুষ এরই মধ্যে ঠিক করে ফেলেছেন তাঁরা কাকে ভোট দেবেন।
ডেটাফুলহার প্রতিবেদন অনুসারে, সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা প্রথম রাউন্ডেই বিরাট জয় পেতে পারেন। এমনকি তাঁর দ্বিতীয় ধাপের ভোটে অংশগ্রহণ নাও করতে হতে পারে। জরিপে দেখা গেছে, জাইর বলসোনারো জনসমর্থন লাভের ক্ষেত্রে লুলার চেয়ে অনেকটাই পিছিয়ে। বলসোনারো এখনো লুলার চেয়ে অন্তত ১৪ পয়েন্ট পেছনে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের আশা, ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ আলভোরোদার দৌড়ে এগিয়ে লুলাই।
স্থানীয় সময় ২ অক্টোবর, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। একইদিনে একই সঙ্গে দেশটির ২৬টি রাজ্য এবং একটি ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর, সিনেটর এবং স্টেট ডেপুটিদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।
ব্রাজিলের নির্বাচনী নিয়ম অনুসারে প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান তবে প্রথমা ধাপেই তিনি বিজয়ী বলে ঘোষিত হবে। তবে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হলে সর্বোচ্চ ভোট পাওয়া নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে যে প্রার্থী বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। দেশটিতে ১৫ কোটি ৬০ লাখ ভোটার রয়েছে।এখনো পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা এবং বলসোনারোকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বলে ভাবা হচ্ছে। ৭৬ বছর বয়সী লুলা এরই মধ্যে দুই মেয়াদে—২০০৩ থেকে ২০০৬ এবং ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত—প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বিগত শতকের ৭০ এর দশকে লুলা শ্রমিক আন্দোলনের নেতা হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন।
লুলা এবং আরও কয়েকজন মিলে ১৯৮০ সালের দিকে ওয়ার্কার্স পার্টি গঠন করেন। তাঁর দল এবং তিনি দেশটিতে নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেও তাঁর শাসনকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে কোনো প্রমাণ না থাকায় তিনি ছাড়া পেয়ে যান। এই নির্বাচনে কর সংস্কার, ক্ষুধামুক্ত ব্রাজিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন লুলা। সাড়াও পেয়েছেন বেশ ইতিবাচকভাবেই। এ ছাড়া, তিনি আমাজন বন ধ্বংস করে মরুকরণের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।
অপরদিকে, বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো রাজনীতিতে প্রবেশের আগে ব্রাজিলের সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার আগ পর্যন্ত তিনি ফেডারেল ডিস্ট্রিক্টের ডেপুটি ছিলেন। এই পদে তিনি টানা ২৭ বছর দায়িত্ব পালন করেন। দেশটিতে বলসোনারো রক্ষণশীল রাজনীতির সমর্থক বলে পরিচিত। তাঁর সরকারের বিরুদ্ধে আমাজনের গাছ কেটে বন উজাড়করণে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। বলসোনারো নতুন করে নির্বাচিত হলে দেশটিতে খনিজ সম্পদ আহরণ, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ এবং টেকসই জ্বালানি খাতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অক্টোবরের শেষ দিকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
১ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
২ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা সপ্তম দিনের মতো গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার গভীর রাতে কাশ্মীরে বিবদমান সীমান্তে এই গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৯ ঘণ্টা আগে