Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনে রাজি হওয়ায় ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র 

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৬: ৪৪
সুষ্ঠু নির্বাচনে রাজি হওয়ায় ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র 

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন দিতে রাজি হওয়ায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ২০১৯ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মুখে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছায় ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল। কিন্তু শীর্ষ এক রাজনৈতিক নেতাসহ বিরোধী দলের কয়েকজন সদস্যের প্রার্থী হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়নি নিকোলা মাদুরোর সরকার। আগামী বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে দেশটিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং বিরোধীদের দমন-পীড়নের শঙ্কার ব্যাপারে সন্দেহ জানিয়ে ওপেকের সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলার তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে সংকটময় অর্থনৈতিক অবস্থায় থাকা দক্ষিণ আমেরিকার দেশটির সরকার ও বিরোধী দল এই নিষেধাজ্ঞা এড়াতে কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

নরওয়ের মধ্যস্থতায় বার্বাডোজে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভেনেজুয়েলার সরকারি দল ও বিরোধী দলের এই বৈঠক। ১১ মাস পর দুই দলের এই বৈঠক শেষে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানানো হয়। এ ছাড়া অভ্যন্তরীণ নিয়ম মেনে দুই দলই নির্বাচনে তাদের প্রার্থী বেছে নিতে পারার ব্যাপারেও সম্মত হয়। তবে বিরোধী দলের গুরুত্বপূর্ণ সদস্য মারিয়া করিনা মাচাদোসহ বিরোধী দলের কয়েকজন নেতাকে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকলে তাঁদের নির্বাচনে প্রার্থী করা সম্ভব না-ও হতে পারে।

ভেনেজুয়েলা সরকার ও বিরোধী দল নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ছয় মাস ভেনেজুয়েলা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই তেল ও গ্যাস রপ্তানি করতে পারবে। এ ক্ষেত্রে ভেনেজুয়েলা নিজের বাজার নিজেই বাছাই করতে পারবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘নিকোলা মাদুরো যদি এমন পদক্ষেপ (গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন দেওয়া) না নেন, তবে যেকোনো সময় এই সুবিধা তুলে নেওয়া হবে।’

ভেনেজুয়েলার তেল ও গ্যাস রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানিয়ে দেশটির ক্ষমতাসীন দলের নেতা ও নির্বাচনবিষয়ক আলোচক দলের অন্যতম সদস্য জর্জ রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা তুলে নিলে ভেনেজুয়েলার তেলের বাজার সম্প্রসারিত হবে। পাশাপাশি ভেনেজুয়েলা এখন সবার বিনিয়োগের জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘ভেনেজুয়েলা এখন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য উন্মুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত