Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে মুখ খুললেন গৌতম আদানি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১২: ১৯
গৌতম আদানি। ছবি: সংগৃহীত
গৌতম আদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। তিনি বলেছেন, তাঁর প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের আদালতে আদানির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছিল, তিনি ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। এই অভিযোগ আদানির জন্য গত দুই বছরে দ্বিতীয় বড় ধাক্কা। এতে ভারতসহ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের একটি রাজ্য আদানি গ্রুপের সঙ্গে একটি বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করছে, আর ফ্রান্সের টোটালএনার্জিস নতুন বিনিয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আদানিকে ঘিরে রাজনৈতিক বিতর্কে ভারতের পার্লামেন্টের কার্যক্রমও ব্যাহত হয়েছে।

গতকাল শনিবার রাজস্থানের জয়পুরে গৌতম আদানি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘দুই সপ্তাহ আগে আমাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে আদানি গ্রিন এনার্জির নিয়ন্ত্রক নীতি নিয়ে অভিযোগ আনা হয়েছিল। এটি প্রথমবার নয় যে, আমরা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।’

মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও নির্বাহী পরিচালক সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত এস. জৈনকে ভারতের বিদ্যুৎ সরবরাহ চুক্তি পেতে ঘুষ দেওয়ার এবং যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ করেছে।

আদানি গ্রুপ অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে এবং সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আদানি জয়পুরে বলেন, ‘আমি শুধু বলতে চাই, প্রতিটি আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা আমাদের জন্য একটি সিঁড়ি হয়ে দাঁড়ায়।’

গৌতম আদানি বলেন, ‘আজকের বিশ্বে, নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করছি এবং আমি আবারও নিশ্চিত করতে চাই যে, আমরা বিশ্বমানের নিয়ন্ত্রক নীতি মেনে চলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত