Ajker Patrika

‘ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে গোবর-গোমূত্র’

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩: ৪৮
‘ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে গোবর-গোমূত্র’

গোবর ও গোমূত্রের সঠিক প্রয়োগ ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল শনিবার এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

শিবরাজ সিং চৌহান বলেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিকভাবে প্রয়োগের। মধ্যপ্রদেশের শ্মশানগুলোতে জ্বালানির জন্য কাঠের চেয়ে গোবরই বেশি ব্যবহৃত হচ্ছে।’ তিনি আরও বলেন, পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের উচিত হবে কীভাবে গরু পালন ছোট খামারি ও গবাদি পশুর মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে, সে বিষয়ে ফলাফলভিত্তিক কাজ করা। 

অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের কেন্দ্রীয় মৎস্য, পশু পালন ও দুগ্ধজাত মন্ত্রী পরশোত্তম রুপালা বলেন, গুজরাটের গ্রামীণ এলাকায় প্রচুর নারী গরু পালনের সঙ্গে যুক্ত এবং এর ফলে দুগ্ধ ব্যবসার সাফল্যও এসেছে। রুপালা এ ক্ষেত্রে নারী ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের সাহায্য করার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান। 

 এর আগেও গোমূত্রের নানা উপকারিতার কথা তুলে অদ্ভুত সব দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির নেতা-মন্ত্রীরা। কখনো তাঁরা বলেছেন, গোমূত্র পান করলে দূরে থাকে করোনাভাইরাস। আবার কখনো বলেছেন, গোমূত্র পান করলে ক্যানসার রোগীরাও সুস্থ হয়ে ওঠেন। 
 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত