Ajker Patrika

নারী মডেল পরিচয়ে ৭০০ তরুণীর সঙ্গে বন্ধুত্ব, ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা দিল্লির যুবক

দিল্লি পুলিশের হাতে আটক তুষার সিং বিশত। ছবি: সংগৃহীত
দিল্লি পুলিশের হাতে আটক তুষার সিং বিশত। ছবি: সংগৃহীত

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধুত্ব গড়ে তুলে বিপুলসংখ্যক নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এক ভারতীয় যুবক। ডেটিং অ্যাপ বাম্বল ও মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এভাবে প্রায় ৭০০ নারী প্রতারণার শিকার হয়েছেন। ওই যুবক ব্রাজিলিয়ান এক নারী মডেলের ছবি ব্যবহার করে নিজেকে যুক্তরাষ্ট্রের মডেল পরিচয় দিয়ে নারীদের ফাঁসাতেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতে তুষার সিং বিশত (২৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, তুষার যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিল্যান্স মডেল পরিচয়ে ভুয়া প্রোফাইল তৈরি করেন। তিনি ভার্চুয়াল মোবাইল নম্বর ও একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করতেন। বাম্বল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীদের টার্গেট করতেন। প্রথমে তাঁদের আস্থা অর্জন করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। এরপর সেগুলো ফাঁস করার হুমকি দিয়ে অর্থ আদায় করতেন।

গত ১৩ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পুলিশের সাইবার শাখায় অভিযোগ করেন। তিনিও ‘যুক্তরাষ্ট্রভিত্তিক মডেল’ তুষারের ফাঁদে পড়েছিলেন। এই অভিযোগের তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশ অভিনব প্রতারণার সন্ধান পায়। পরে তুষারকে দিল্লির শাকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তুষারের কাছ থেকে বেশ কয়েকটি ব্যাংকের ১৩টি ক্রেডিট কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

তুষার পুলিশকে জানান, প্রাথমিকভাবে মজাচ্ছলে এসব শুরু করেন। পরে পরিকল্পিতভাবে অর্থ আদায়ের কৌশলে পরিণত হয়। তিনি স্বীকার করেন, বহু নারীর ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল করেছেন।

তুষার সিং দিল্লির শাকরপুরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর বাবা গাড়িচালক, মা গৃহিণী। বোন গুরুগ্রামে একটি কোম্পানিতে কাজ করেন। তুষার একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল রিক্রুটার হিসেবে কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত