Ajker Patrika

মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু

মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে আগুন, ৪ শিশুর মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশ ভোপালের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে আগুন চার শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কমলা নেহরু হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন লাগে। ঘটনার সময় শিশু বিভাগে ৪০ জন শিশু ভর্তি ছিল। 

হাসপাতালে ভর্তি শিশুদের পরিজনদের অভিযোগ, শিশুদের উদ্ধারের চেষ্টা না করে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মৃতদের পরিবারদের ৪ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। কী কারণে আগুন লাগে, তা এখনো স্পষ্ট নয়। 

মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারঙ্গ বলেন, নবজাতকের ইউনিটে সম্ভবত শর্টসার্কিট সার্কিটের কারণে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। অন্যান্য শিশুদের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। 

ফতেহগর দমকলবাহিনীর ইনচার্জ জুবের খান বলেন, হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে আগুন লাগে। ওই তলায় ছিল আইসিইউ। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হাসপাতালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮ থেকে ১০টি ইউনিট। 

এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর শিবরাজ সিং চৌহান টুইট বার্তায় বলেন, হাসপাতালের শিশুদের ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে শিশুরা গুরুতর অসুস্থ ছিল, তাদের বাঁচানো সম্ভব হয়নি। ওই শিশুদের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের আত্মার শান্তি কামনা করছি। নিহত শিশুদের পরিবারবর্গকে আমার সমবেদনা। আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব স্বাস্থ্য ও মেডিকেল এডুকেশন এই তদন্ত করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত