ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট। রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুতিন বলেন, ‘আমাদের বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় আসলে আমরা অত্যন্ত আনন্দিত হব।’
জয়শঙ্কর পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন। তিনি পুতিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বুধবার ক্রেমিলনে পুতিন-জয়শঙ্কর বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ইউক্রেন প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।
পুতিনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছেন, ‘আগামী বছর পুতিন ও মোদির শীর্ষ বৈঠক হবে বলে তিনি আত্মবিশ্বাসী।’
আর পুতিন বলেন, ‘আমি জানি মোদি শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকটের সমাধান চান। এখন বিষয়টির গভীরে যেতে হবে। আমিও আরও তথ্য আদান-প্রদান করতে চাই।’
পুতিন আরও বলেছেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বিশেষ করে তেল ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিনিময় বেড়েছে।’
জয়শঙ্কর গত মঙ্গলবার রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে মূলত আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও সই হয়েছে। যার মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রবল চাপ সত্ত্বেও ভারত এখনো পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও প্রচুর বেড়েছে। এ নিয়ে পশ্চিমা চাপ উপেক্ষা করেছে ভারত। জয়শঙ্কর বলেছেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট। রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুতিন বলেন, ‘আমাদের বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় আসলে আমরা অত্যন্ত আনন্দিত হব।’
জয়শঙ্কর পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন। তিনি পুতিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বুধবার ক্রেমিলনে পুতিন-জয়শঙ্কর বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ইউক্রেন প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।
পুতিনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছেন, ‘আগামী বছর পুতিন ও মোদির শীর্ষ বৈঠক হবে বলে তিনি আত্মবিশ্বাসী।’
আর পুতিন বলেন, ‘আমি জানি মোদি শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকটের সমাধান চান। এখন বিষয়টির গভীরে যেতে হবে। আমিও আরও তথ্য আদান-প্রদান করতে চাই।’
পুতিন আরও বলেছেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বিশেষ করে তেল ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিনিময় বেড়েছে।’
জয়শঙ্কর গত মঙ্গলবার রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে মূলত আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও সই হয়েছে। যার মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রবল চাপ সত্ত্বেও ভারত এখনো পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও প্রচুর বেড়েছে। এ নিয়ে পশ্চিমা চাপ উপেক্ষা করেছে ভারত। জয়শঙ্কর বলেছেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে হবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী...
২ ঘণ্টা আগেপুরোপুরি দখলে নিতে গাজা নগরীতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। আজ বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনাদের মধ্যে অধিকাংশই সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
৪ ঘণ্টা আগে