Ajker Patrika

মহিষ দুধ দিচ্ছে না বলে পুলিশে অভিযোগ দিলেন কৃষক

মহিষ দুধ দিচ্ছে না বলে পুলিশে অভিযোগ দিলেন কৃষক

দুধ দিচ্ছে না বলে মহিষ নিয়ে সোজা পুলিশ স্টেশনে হাজির এক কৃষক। কোনো কথা না শুনে লিখিত অভিযোগ দিয়ে তবেই তিনি ফিরেছেন। তাঁর অভিযোগ, এই মহিষকে কেউ বাণ মরেছে। তাই এটি আর দুধ দিতে রাজি হচ্ছে না। 

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্দ জেলায়। 

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গতকাল শনিবার এক কৃষক নয়াগাঁও পুলিশ স্টেশনে গিয়ে ঘটনা বর্ণনা করে সাহায্য চাচ্ছেন। 

পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অরবিন্দ শাহ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বাবুলাল জাতব (৪৫) নামে ওই কৃষক শনিবার পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেন, তাঁর মহিষটি গত কয়েক দিন ধরে দুধ দিতে রাজি হচ্ছে না। মহিষটি দুধ দুইতেই দিচ্ছে না। 

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের কিছু মানুষ তাঁকে বুঝিয়েছেন যে, তাঁর মহিষকে বাণ মারা হয়েছে। এর প্রভাবেই দুধ দিচ্ছে না। লিখিত অভিযোগ দেওয়ার পর গ্রামে ফিরে গিয়ে চার ঘণ্টা পর ফিরে এসে আবার পুলিশের সহায়তা চান ওই কৃষক। 

পুলিশ কর্মকর্তা শাহ বলেন, আমি ওই পুলিশ স্টেশনের ইনচার্জকে বলেছি, তিনি যেন ওই গ্রামবাসীকে পশুচিকিৎসকের সহায়তা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। আজ ওই কৃষক আবার পুলিশ স্টেশনে এসেছিলেন। তিনি বলেছেন, আজ সকাল থেকে তাঁর মহিষ দুধ দিচ্ছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত