ভারতের বিহারের মাধেপুরা জেলার ওরাই গ্রামের বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধ ব্রহ্মদেব মণ্ডল। তাঁর দাবি, তিনি করোনা টিকার ১১টি ডোজ নিয়ে ফেলেছেন। ১২ নম্বর ডোজ নিতেও এসেছিলেন, কিন্তু শেষে ধরা পড়ে যান টিকাকর্মীদের হাতে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিহার রাজ্য সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মদেব মণ্ডল ভারতীয় ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি। এরপর প্রতি মাসে একটি করে টিকার ডোজ নিয়েছেন। ১১ নম্বর ডোজটি ২০২১ সালের ডিসেম্বর মাসে নিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই ওই বৃদ্ধ ডায়েরিতে লিখে রেখেছেন কবে কোথা থেকে তিনি টিকা নিয়েছেন। সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ব্রহ্মদেব মণ্ডল ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটি করে ডোজ নিয়েছেন। শুধু সেপ্টেম্বর মাসেই তিনটি ডোজ নিয়েছেন ওই বৃদ্ধ। কীভাবে তিনি এতগুলো টিকার ডোজ নিতে সক্ষম হলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ব্রহ্মদেব মণ্ডল বলেন, টিকা হলো অমৃত। আমার শরীরে এখন অনেক অক্সিজেন, আমি ঠান্ডা ও সর্দিতেও ভুগছি না।
জানা যাচ্ছে, ওই বৃদ্ধ আটবার তাঁর আধার কার্ড ব্যবহার করে টিকা নিয়েছেন, তবে ফোন নম্বর অন্য ব্যবহার করছেন। বাকি সময় ভোটার আইডি কার্ড ও বউয়ের ফোন নম্বর ব্যবহার করে টিকা নিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিহারের স্বাস্থ্য অধিদপ্তর।
মাধেপুরা জেলার সিভিল সার্জন অমরেন্দ্র প্রতাপ সাহি বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। যদি ১১টি ডোজ পাওয়ার ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি স্থানীয় টিকাকরণ কেন্দ্রের গাফিলতিতে হয়েছে। সম্ভবত টিকাকর্মীরা সময়মতো ডেটাবেইস আপডেট করেননি বা কোনো দুর্নীতির জেরে ওই বৃদ্ধ এতবার টিকা পেয়েছেন। আপাতত ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভারতের বিহারের মাধেপুরা জেলার ওরাই গ্রামের বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধ ব্রহ্মদেব মণ্ডল। তাঁর দাবি, তিনি করোনা টিকার ১১টি ডোজ নিয়ে ফেলেছেন। ১২ নম্বর ডোজ নিতেও এসেছিলেন, কিন্তু শেষে ধরা পড়ে যান টিকাকর্মীদের হাতে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিহার রাজ্য সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মদেব মণ্ডল ভারতীয় ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি। এরপর প্রতি মাসে একটি করে টিকার ডোজ নিয়েছেন। ১১ নম্বর ডোজটি ২০২১ সালের ডিসেম্বর মাসে নিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই ওই বৃদ্ধ ডায়েরিতে লিখে রেখেছেন কবে কোথা থেকে তিনি টিকা নিয়েছেন। সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ব্রহ্মদেব মণ্ডল ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটি করে ডোজ নিয়েছেন। শুধু সেপ্টেম্বর মাসেই তিনটি ডোজ নিয়েছেন ওই বৃদ্ধ। কীভাবে তিনি এতগুলো টিকার ডোজ নিতে সক্ষম হলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ব্রহ্মদেব মণ্ডল বলেন, টিকা হলো অমৃত। আমার শরীরে এখন অনেক অক্সিজেন, আমি ঠান্ডা ও সর্দিতেও ভুগছি না।
জানা যাচ্ছে, ওই বৃদ্ধ আটবার তাঁর আধার কার্ড ব্যবহার করে টিকা নিয়েছেন, তবে ফোন নম্বর অন্য ব্যবহার করছেন। বাকি সময় ভোটার আইডি কার্ড ও বউয়ের ফোন নম্বর ব্যবহার করে টিকা নিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিহারের স্বাস্থ্য অধিদপ্তর।
মাধেপুরা জেলার সিভিল সার্জন অমরেন্দ্র প্রতাপ সাহি বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। যদি ১১টি ডোজ পাওয়ার ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি স্থানীয় টিকাকরণ কেন্দ্রের গাফিলতিতে হয়েছে। সম্ভবত টিকাকর্মীরা সময়মতো ডেটাবেইস আপডেট করেননি বা কোনো দুর্নীতির জেরে ওই বৃদ্ধ এতবার টিকা পেয়েছেন। আপাতত ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে।
২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলিমদের ব্যাপকভাবে বিতাড়নের পর তাদের গ্রাম ও মসজিদ পুড়িয়ে দিয়ে জমি দখল করে ঘাঁটি নির্মাণ করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এই তথ্য উঠে এসেছে জাতিসংঘ-সমর্থিত এক তদন্ত প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগেব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শবানা মাহমুদ নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন, যেখানে অভিবাসীদের জন্য স্থায়ীভাবে দেশে থাকার নিয়ম কঠোর করা হবে। লেবার পার্টির লিভারপুল সম্মেলনে তিনি নিজেকে ‘কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী’ আখ্যা দিয়ে জানান—
৯ ঘণ্টা আগেতামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ৪৮ ঘণ্টা পর পুলিশ টিভিকের (তামিলাগা ভেটরি কাজাগম) কারুর পশ্চিম জেলার সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেপ্তার করেছে। এই মর্মান্তিক ঘটনার জন্য প্রয়োজনীয় সুরক্ষার অভাব ও ত্রুটিকে দায়ী করে...
৯ ঘণ্টা আগেকাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানিকে ফোন করে তিনি এ হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে