কলকাতা প্রতিনিধি
মুসলিম নারীরা ভোটে দাঁড়ান কেন? গুজরাট বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন তুলছেন আহমেদাবাদের জামা মসজিদের শাহি ইমাম সাব্বির আহমেদ সিদ্দিকী। তাঁর মতে, মুসলিম নারীদের ভোটে দাঁড়ানোর ইসলাম বিরোধী।
সাব্বির আহমেদ সিদ্দিকীর মতে, নারীদের ভোটের টিকিট দেওয়াটাই ইসলাম বিরোধী। তাঁর যুক্তি, ‘পুরুষ মানুষ নামাজ পড়ছে। আপনি কি একজন মহিলাকে নামাজ পড়তে দেখেছেন? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ইসলামে নারীদের এভাবে মানুষের সামনে আসা জায়েজ হতো, তাহলে তাঁদের মসজিদে আসাতে বাধা দেওয়া হতো না। ইসলামে নারীর স্থান আছে। তাই যারা নারীদের টিকিট দেবেন তাঁরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করছেন।’
এই ধর্মীয় নেতার মতে, নারী জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাঁকে সভা-সমিতিতে বক্তৃতা দিতে হয়। প্রচারও চালাতে হয়। হিজাব পরা সম্ভব হয় না। তাই তিনি বলেন, ‘ইসলামে নারীর কণ্ঠও নারীই। এ জন্য আমি এর ঘোর বিরোধী।’
এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী হিন্দুত্ববাদী বিজেপিকে মুসলিম বিরোধী বলে মন্তব্য করে নতুন করে বিতর্ক ডেকে এনেছেন। ফলে রাজনৈতিক চর্চায় নারীদের নিয়ে মন্তব্য এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
রাহুল গান্ধী বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) নারীবিরোধী বলে গতকাল রোববার ভারত জোড়ো যাত্রায় অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই কারণেই বিজেপি নেতারা স্লোগান দেন ‘জয় শ্রী রাম’। তাঁরা তাই ‘জয় সিয়া রাম’ বা ‘জয় সীতা রাম’ স্লোগান দেন না। রাহুলের এই মন্তব্যকে ঘিরে বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে ‘মৌসুমি হিন্দু’ বলে কটাক্ষ করেন।
মুসলিম নারীরা ভোটে দাঁড়ান কেন? গুজরাট বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন তুলছেন আহমেদাবাদের জামা মসজিদের শাহি ইমাম সাব্বির আহমেদ সিদ্দিকী। তাঁর মতে, মুসলিম নারীদের ভোটে দাঁড়ানোর ইসলাম বিরোধী।
সাব্বির আহমেদ সিদ্দিকীর মতে, নারীদের ভোটের টিকিট দেওয়াটাই ইসলাম বিরোধী। তাঁর যুক্তি, ‘পুরুষ মানুষ নামাজ পড়ছে। আপনি কি একজন মহিলাকে নামাজ পড়তে দেখেছেন? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ইসলামে নারীদের এভাবে মানুষের সামনে আসা জায়েজ হতো, তাহলে তাঁদের মসজিদে আসাতে বাধা দেওয়া হতো না। ইসলামে নারীর স্থান আছে। তাই যারা নারীদের টিকিট দেবেন তাঁরা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করছেন।’
এই ধর্মীয় নেতার মতে, নারী জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাঁকে সভা-সমিতিতে বক্তৃতা দিতে হয়। প্রচারও চালাতে হয়। হিজাব পরা সম্ভব হয় না। তাই তিনি বলেন, ‘ইসলামে নারীর কণ্ঠও নারীই। এ জন্য আমি এর ঘোর বিরোধী।’
এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী হিন্দুত্ববাদী বিজেপিকে মুসলিম বিরোধী বলে মন্তব্য করে নতুন করে বিতর্ক ডেকে এনেছেন। ফলে রাজনৈতিক চর্চায় নারীদের নিয়ে মন্তব্য এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
রাহুল গান্ধী বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) নারীবিরোধী বলে গতকাল রোববার ভারত জোড়ো যাত্রায় অভিযোগ করেছেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই কারণেই বিজেপি নেতারা স্লোগান দেন ‘জয় শ্রী রাম’। তাঁরা তাই ‘জয় সিয়া রাম’ বা ‘জয় সীতা রাম’ স্লোগান দেন না। রাহুলের এই মন্তব্যকে ঘিরে বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে ‘মৌসুমি হিন্দু’ বলে কটাক্ষ করেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে আজ শনিবার রাতে বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ভারত সরকারের একটি সূত্র অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
২ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি ‘শর্তসাপেক্ষ’ ও সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার সমাধান সহজে হবে
৪ ঘণ্টা আগেযুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র ঘণ্টা তিনেক পরেই উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শনিবার রাত ৮টার দিকে শ্রীনগরের রামবাগ এলাকায় শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হন। এর পর থেকেই উপত্যকার একাধিক শহরে ব্ল্যাকআউট ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
৫ ঘণ্টা আগে