Ajker Patrika

ভারতে আলোচিত ‘বিয়ে বোমা’ মামলায় সাবেক অধ্যক্ষের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
বিয়ের আসরে বর সৌম্য শেখর সাহু ও কনে রীমা। ছবি: বিবিসি
বিয়ের আসরে বর সৌম্য শেখর সাহু ও কনে রীমা। ছবি: বিবিসি

ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে বহুল আলোচিত ‘বিয়ে বোমা’ মামলায় সাবেক এক কলেজ অধ্যক্ষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৮ সালে একটি পার্সেল বোমা পাঠিয়ে এক নবদম্পতির ঘরে বিস্ফোরণ ঘটিয়ে বর ও তাঁর বৃদ্ধ পিতামহীকে হত্যা এবং কনে রীমাকে গুরুতর আহত করার অপরাধে ৫৬ বছর বয়সী পুঞ্জিলাল মেহেরকে দোষী সাব্যস্ত করা হয়।

আজ বুধবার বিবিসি জানিয়েছে—হত্যা, হত্যাচেষ্টাসহ বিস্ফোরক আইনে পুঞ্জিলালকে অভিযুক্ত করেন বিচারক। তবে মামলাটিকে ‘দুর্লভতমের মধ্যে দুর্লভ’ আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের বদলে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

ওডিশার বোলাঙ্গীর জেলার শান্ত শহর পাটনাগড়ে ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। মাত্র পাঁচ দিন আগেই বিয়ে করা সৌম্য শেখর সাহু নামে ২৬ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলীর বাড়িতে এসেছিল একটি পার্সেল। ছত্তিশগড়ের রায়পুর থেকে পাঠানো ওই পার্সেলটিকে একটি বিয়ের উপহারের মতো দেখাচ্ছিল।

কৌতূহল নিয়ে পার্সেলটি খোলার সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই মারা যান সৌম্য এবং তাঁর ৮৫ বছর বয়সী পিতামহী জামেমানী সাহু। নববধূ রীমা মারাত্মক আহত হন—তাঁর শরীর পুড়ে যায়, কানের পর্দা ফেটে যায় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

প্রাথমিক তদন্তে এই ঘটনার কোনো ক্লু পায়নি পুলিশ। পার্সেলটি পাঠানো হয়েছিল ভুয়া নাম ব্যবহার করে। আর এটি পাঠানো হয়েছিল এমন একটি কুরিয়ার সার্ভিস থেকে যেখানে সিসিটিভি ছিল না এবং প্যাকেট স্ক্যানও করা হয়নি। বোমাটি বাসে করে প্রায় ৬৫০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পৌঁছায়।

মামলাটির মোড় ঘুরে যায় গত এপ্রিলে। সে সময় একজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের কাছে একটি চিঠি পাঠায়। এতে দাবি করা হয়, তিনজন ব্যক্তি ওই ঘটনাটি ঘটিয়েছেন এবং এখন তারা পুলিশের নাগালের বাইরে। চিঠিতে বরের বিশ্বাসঘাতকতা, অর্থ এবং একজন অজ্ঞাত প্রেমিক বা সম্পত্তি নিয়ে বিরোধের ইঙ্গিত দেওয়া হয়। পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতেও বলা হয় পুলিশকে।

পুলিশ বুঝতে পারে, চিঠির লেখক তদন্তের এমন কিছু তথ্য জানেন যা শুধু প্রকৃত দোষীই জানতে পারেন। চিঠির ভাষা ও লেখার ভঙ্গি দেখে নিহত সৌম্যর কলেজশিক্ষক মায়ের সন্দেহ হয়, এটি তাঁর এক সহকর্মী পুঞ্জিলাল মেহেরের হাতের লেখা হতে পারে। মেহের ছিলেন সৌম্যর মায়ের কলেজেরই সাবেক অধ্যক্ষ। পুঞ্জিলালকে বদলি করে ওই পদে বসেছিলেন সৌম্যর মা। তদন্তকারীরা জানতে পারেন, ওই ঘটনার সূত্র ধরে পুঞ্জিলাল দীর্ঘদিন ধরে পেশাগত প্রতিহিংসা পোষণ করে আসছিলেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে পুঞ্জিলাল স্বীকার করতে বাধ্য হন যে, তিনি দীপাবলির সময় সংরক্ষিত আতশবাজি থেকে বারুদ সংগ্রহ করে বোমা তৈরি করেছিলেন। পরে সেটি তিনি রায়পুর থেকে কুরিয়ারে পাঠান এবং তদন্তের নজর এড়িয়ে যাওয়ার জন্য ফোন বাড়িতে রেখে যান। এ ছাড়া কোনো টিকিট না কেটেই তিনি রায়পুর যাত্রা করেছিলেন।

মর্মান্তিক হলেও ঠান্ডা মাথায় পরিকল্পিত এই হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিস্ফোরণের ঠিক একদিন আগে পর্যন্তও পুঞ্জিলাল ছিলেন অনুষ্ঠানের অতিথি। এমনকি নিহতদের শেষকৃত্যেও তিনি অংশ নেন।

সাত বছরের তদন্ত ও বিচার শেষে অবশেষে দোষী সাব্যস্ত হন পুঞ্জিলাল। এই রায়ে বিচার পেয়েছে সাহু পরিবার। তবে রীমার জীবনের ক্ষত হয়তো কখনোই পূরণ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত