কলকাতা সংবাদদাতা
রাখি সাওয়ান্ত, ভারতের টিনসেল দুনিয়ায় বেশ আলোচিত নাম। এবার আবারও তিনি খবরের শিরোনাম হয়েছেন, কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চেয়ে। এমনকি তিনি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন তাঁকে টিকিট দিতে। লড়তে চান কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীর কমতি নেই। বলিউডের হেমা মালিনী ও অরুণ গোভিল, টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত।
রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বিজেপির টিকিট দেবেন। কিন্তু তা হয়নি। এবার তিনি কংগ্রেসের পোস্টারবয় ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে টিকিটের আবদার জানিয়েছেন। এমনকি দাবি করেছেন, রাহুল তাঁকে ফোন কল করেছিলেন।
বিজেপির টিকিট না পেয়ে এবার বিজেপির বিরুদ্ধেই লড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাখি। তাও আবার বলিউডে তারই সহকর্মী বিজেপি নেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের কাছে নিজের ইচ্ছে ব্যক্ত করে রাখি সাওয়ান্ত প্রথমে বলেন, ‘মান্ডির প্রার্থী হওয়ার জন্য তিন-চার বছর ধরে কঙ্গনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
রাখি আরও বলেন, ‘ক্রমাগত বিরোধীদের লক্ষ্য করে কথা বলছেন (কঙ্গনা)। ফলে সেখানে তো আর বিজেপি আমাকে টিকিট দেবে না। তাই রাহুল গান্ধীর কাছে আবেদন, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মান্ডির প্রতিটি ঘরে পৌঁছে যাব।’
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত সংবাদমাধ্যমের কাছে জানতে চান, ‘কঙ্গনার কোনো ফোন এসেছে? তিনি কি টিকিট ফিরিয়ে নিয়েছেন?’ এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই তিনি নিজেই আবার বলেন, ‘রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি আমাকে বললেন, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হবে, আমরা আপনার খেয়াল রাখব।’
প্রসঙ্গত, ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত নতুন নন। এর আগে তিনি গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। পরিহাসের বিষয় হলো, সেই নির্বাচনে রাখি সাওয়ান্ত পেয়েছিলেন মাত্র ১৫ ভোট।
এরপর রাষ্ট্রীয় আম পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন রাখি, যার প্রতীক ছিল সবুজ মরিচ। পরে রাষ্ট্রীয় আম পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) বা আরপিআইয়ে যোগ দেন। সেই দলের নারী শাখার সভাপতিও হন তিনি।
রাখি সাওয়ান্ত, ভারতের টিনসেল দুনিয়ায় বেশ আলোচিত নাম। এবার আবারও তিনি খবরের শিরোনাম হয়েছেন, কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চেয়ে। এমনকি তিনি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন তাঁকে টিকিট দিতে। লড়তে চান কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে।
ভারতে চলমান লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীর কমতি নেই। বলিউডের হেমা মালিনী ও অরুণ গোভিল, টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত।
রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাঁকে বিজেপির টিকিট দেবেন। কিন্তু তা হয়নি। এবার তিনি কংগ্রেসের পোস্টারবয় ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে টিকিটের আবদার জানিয়েছেন। এমনকি দাবি করেছেন, রাহুল তাঁকে ফোন কল করেছিলেন।
বিজেপির টিকিট না পেয়ে এবার বিজেপির বিরুদ্ধেই লড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন রাখি। তাও আবার বলিউডে তারই সহকর্মী বিজেপি নেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে। সংবাদমাধ্যমের কাছে নিজের ইচ্ছে ব্যক্ত করে রাখি সাওয়ান্ত প্রথমে বলেন, ‘মান্ডির প্রার্থী হওয়ার জন্য তিন-চার বছর ধরে কঙ্গনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
রাখি আরও বলেন, ‘ক্রমাগত বিরোধীদের লক্ষ্য করে কথা বলছেন (কঙ্গনা)। ফলে সেখানে তো আর বিজেপি আমাকে টিকিট দেবে না। তাই রাহুল গান্ধীর কাছে আবেদন, যাতে তিনি কঙ্গনার বিরোধিতায় আমার পাশে দাঁড়ান। আমি নিশ্চিতভাবে জিতব। মান্ডির প্রতিটি ঘরে পৌঁছে যাব।’
সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত সংবাদমাধ্যমের কাছে জানতে চান, ‘কঙ্গনার কোনো ফোন এসেছে? তিনি কি টিকিট ফিরিয়ে নিয়েছেন?’ এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই তিনি নিজেই আবার বলেন, ‘রাহুল গান্ধীর ফোন এসেছিল। উনি আমাকে বললেন, আপনি ভোটে লড়ছেন। মোদিজি আপনাকে টিকিট না দিলে কী হবে, আমরা আপনার খেয়াল রাখব।’
প্রসঙ্গত, ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত নতুন নন। এর আগে তিনি গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন। পরিহাসের বিষয় হলো, সেই নির্বাচনে রাখি সাওয়ান্ত পেয়েছিলেন মাত্র ১৫ ভোট।
এরপর রাষ্ট্রীয় আম পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন রাখি, যার প্রতীক ছিল সবুজ মরিচ। পরে রাষ্ট্রীয় আম পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) বা আরপিআইয়ে যোগ দেন। সেই দলের নারী শাখার সভাপতিও হন তিনি।
তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সভাপতি ও অভিনেতা বিজয়ের নির্বাচনী সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) করুরে আয়োজিত এ সমাবেশে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আট শিশু রয়েছে। আহত হয়েছে চল্লিশের বেশি মানুষ।
১২ মিনিট আগেঅবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক ধরপাকড় চলছে। বর্তমানে সবচেয়ে উত্তপ্ত হয়ে আছে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড। এই পরিস্থিতিতে আজ পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন তিনি।
৩১ মিনিট আগেপ্রচণ্ড গরমে দীর্ঘ ছয় ঘণ্টা অপেক্ষা, তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের আগমন দেরি এবং বিপুল ভিড়— সবকিছু মিলিয়ে তামিলনাড়ুর কারুর জেলায় ঘটে গেল এক মর্মান্তিক পদদলনের ঘটনা! নারী, শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেনেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন, তিনি দেশের মার্চ মাসের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সঙ্গে নিজের দল গড়ারও ঘোষণা দিয়েছেন সুদান গুরুং। চলতি মাসের শুরুতে তাঁর নেতৃত্বে চলা আন্দোলনেই ক্ষমতাচ্যুত হয়েছিল নেপালের সরকার।
২ ঘণ্টা আগে