Ajker Patrika

ভারতে করোনায় কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২১, ১২: ৪৬
ভারতে করোনায় কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

ঢাকা: ভারতে মহামারি করোনাভাইরাসে নতুন সংক্রমণ কম হলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে সাড়ে ৮ লাখের কাছাকাছি। 

শনিবার (১৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে দেড় হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত এক দিনে ৬০ জন বেশি মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জন। 

এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৭ লাখের ঘরে। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৪৮ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত