কলকাতা প্রতিনিধি
এবার কংগ্রেসশাসিত ছত্তিশগড়েও শুরু হয়েছে ভারতের কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থাগুলোর তৎপরতা। আগামী বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যটিতে। তার আগে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তৎপরতা বাড়িয়ে চলেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
গতকাল শুক্রবার কয়লা কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপসচিব সৌম্য চৌরাসিয়াকে। গ্রেপ্তারের পর তাঁকে শারীরিক পরীক্ষা করে আদালতে পেশ করা হলে আদালত চৌরাসিয়াকে ৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগে, গত অক্টোবরে ধারাবাহিক তল্লাশি চালিয়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা সমীর বিষ্ণুইসহ দুজনকে গ্রেপ্তার করেছিল ইডি।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অপব্যবহার করা হচ্ছে ইডিকে। অন্যদিকে, বিজেপির আঙুল দুর্নীতিপরায়ণ নেতা-আমলাদের দিকে। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিজেপি ইডিকে ব্যবহার করছে।
ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কংগ্রেসের শাসন রয়েছে মাত্রা দুটি রাজ্যে—রাজস্থান ও ছত্তিশগড়ে। দুটি রাজ্যেই বিধানসভা নির্বাচন হবে ২০২৩ সালে। রাজস্থানে এরই মধ্যে কংগ্রেসের নেতা–কর্মীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। এবার ছত্তিশগড়েও শুরু হলো ধরপাকড়।
ভারতে পশ্চিমবঙ্গ, দিল্লি, ঝাড়খন্ড, তেলেঙ্গানাসহ অ–বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই একাধিক নেতা-মন্ত্রী জেলে। একাধিক মুখ্যমন্ত্রীও রয়েছেন গোয়েন্দাদের নজরে। এই অবস্থায় ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর উপসচিবকে গ্রেপ্তার নতুন করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
এবার কংগ্রেসশাসিত ছত্তিশগড়েও শুরু হয়েছে ভারতের কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থাগুলোর তৎপরতা। আগামী বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যটিতে। তার আগে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তৎপরতা বাড়িয়ে চলেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।
গতকাল শুক্রবার কয়লা কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপসচিব সৌম্য চৌরাসিয়াকে। গ্রেপ্তারের পর তাঁকে শারীরিক পরীক্ষা করে আদালতে পেশ করা হলে আদালত চৌরাসিয়াকে ৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগে, গত অক্টোবরে ধারাবাহিক তল্লাশি চালিয়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা সমীর বিষ্ণুইসহ দুজনকে গ্রেপ্তার করেছিল ইডি।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অপব্যবহার করা হচ্ছে ইডিকে। অন্যদিকে, বিজেপির আঙুল দুর্নীতিপরায়ণ নেতা-আমলাদের দিকে। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিজেপি ইডিকে ব্যবহার করছে।
ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কংগ্রেসের শাসন রয়েছে মাত্রা দুটি রাজ্যে—রাজস্থান ও ছত্তিশগড়ে। দুটি রাজ্যেই বিধানসভা নির্বাচন হবে ২০২৩ সালে। রাজস্থানে এরই মধ্যে কংগ্রেসের নেতা–কর্মীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। এবার ছত্তিশগড়েও শুরু হলো ধরপাকড়।
ভারতে পশ্চিমবঙ্গ, দিল্লি, ঝাড়খন্ড, তেলেঙ্গানাসহ অ–বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই একাধিক নেতা-মন্ত্রী জেলে। একাধিক মুখ্যমন্ত্রীও রয়েছেন গোয়েন্দাদের নজরে। এই অবস্থায় ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর উপসচিবকে গ্রেপ্তার নতুন করে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১৭ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩৮ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে