Ajker Patrika

অন্য দেশে ঢুকে জঙ্গি নিধনের হুমকি ভারতের

প্রতিনিধি, কলকাতা
অন্য দেশে ঢুকে জঙ্গি নিধনের হুমকি ভারতের

প্রয়োজনে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের হত্যা করতে পারে ভারত। আজ রোববার এমনই ইঙ্গিত দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তামিলনাডুর উটি-র ওয়েলিংটন সামরিক মহাবিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রদের উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের নাম উল্লেখ না করে রাজনাথ সিং অভিযোগ করেন, সন্ত্রাসবাদকে সরাসরি প্রশ্রয় দিয়ে ছায়াযুদ্ধ চালাচ্ছে প্রতিবেশী একটি দেশ। তিনি বলেন, আমাদের দুটি যুদ্ধে হারের পরও এক প্রতিবেশী ছায়াযুদ্ধ চালাচ্ছে। সন্ত্রাসবাদ হয়ে উঠেছে ওদের জাতীয় নীতি। 

এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাঁর ভাষণে আফগানিস্তানে তালেবানদের উত্থান নিয়েও ভারতের উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত তার কৌশলগত অবস্থান বদল করছে। সেই সঙ্গে তিনি বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও যোগাযোগ রাখছে দিল্লি। তবে সন্ত্রাসবাদ নিয়ে এদিন রাজনাথের আক্রমণের মূল নিশানাই ছিল পাকিস্তান। তিনি একবারও ইমরান খানের দেশের নাম না নিলেও পরিষ্কার বুঝিয়ে দেন, পাকিস্তান নিয়ে ভারতের বর্তমান অবস্থান। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাফ কথা, সন্ত্রাসবাদ খতম করতে চায় ভারত। ভারতের জঙ্গিদের কোনো ঠাঁই নেই। কিন্তু প্রতিবেশী দেশটি জঙ্গিদের অর্থ, অস্ত্র, লোকবল দিয়ে সাহায্য করে চলেছে। তারা ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাতে সব রকম মদদ জোগাচ্ছে। তাই সন্ত্রাসীদের মারতে ভারত অন্য দেশে ঢুকেও হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দেন রাজনাথ। সেই সঙ্গে দুবার প্রতিবেশী দেশটিকে পরাস্ত করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অভিবাদন জানান তিনি। কারণ প্রতিবেশী দেশটিই ভারতের দিকে আগ্রাসী মনোভাব দেখিয়েছিল। নাম উল্লেখ এভাবেই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, দেশবাসীর নিরাপত্তার সঙ্গে ভারত সরকার কোনো আপস করবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত