কলকাতা প্রতিনিধি
ভারতীয় মুদ্রা রুপির নোটে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি ছাপার দাবির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপারও দাবি উঠেছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই দাবি উত্থাপন করেছেন।
এত দিন ধরে ভারতীয় মুদ্রার নোটে কেবল দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীরই ছবি ছাপা হয়ে আসছে। তবে গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছেপে ভগবানের আশীর্বাদে দেশের অর্থনীতিকে চাঙা করার দাবি তোলেন।
তবে বিজেপির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কেজরিওয়াল এই দাবি উত্থাপন করেছেন। এবার দেবতার ছবির বদলে ‘অবতার’ নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবি করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তুলেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি রাম কদম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি সম্মিলিত ৫০০ রুপির ডামি নোটের ছবিও প্রকাশ করেন। সঙ্গে তিনি স্লোগানও দেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত, মহান ভারত। জয় শ্রীরাম। জয় মাতাদি’। রাম কদমের মতে, ‘মোদি এখন শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সমাদৃত। তিনি বিশেষ ক্ষমতারও অধিকারী। তাই তাঁর ছবি ছাপা হোক নোটে।’
বিতর্ক এখানেই শেষ নয়, নোট বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারি দাবি করেছেন, ‘গান্ধীর পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একটা অংশ রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপারও দাবি তুলেছে। সব মিলিয়ে ভারতে জমে উঠেছে নোটে ছবি ছাপার দাবি নিয়ে রাজনীতি।
ভারতীয় মুদ্রা রুপির নোটে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি ছাপার দাবির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপারও দাবি উঠেছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই দাবি উত্থাপন করেছেন।
এত দিন ধরে ভারতীয় মুদ্রার নোটে কেবল দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীরই ছবি ছাপা হয়ে আসছে। তবে গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছেপে ভগবানের আশীর্বাদে দেশের অর্থনীতিকে চাঙা করার দাবি তোলেন।
তবে বিজেপির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কেজরিওয়াল এই দাবি উত্থাপন করেছেন। এবার দেবতার ছবির বদলে ‘অবতার’ নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবি করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তুলেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি রাম কদম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি সম্মিলিত ৫০০ রুপির ডামি নোটের ছবিও প্রকাশ করেন। সঙ্গে তিনি স্লোগানও দেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত, মহান ভারত। জয় শ্রীরাম। জয় মাতাদি’। রাম কদমের মতে, ‘মোদি এখন শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সমাদৃত। তিনি বিশেষ ক্ষমতারও অধিকারী। তাই তাঁর ছবি ছাপা হোক নোটে।’
বিতর্ক এখানেই শেষ নয়, নোট বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারি দাবি করেছেন, ‘গান্ধীর পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একটা অংশ রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপারও দাবি তুলেছে। সব মিলিয়ে ভারতে জমে উঠেছে নোটে ছবি ছাপার দাবি নিয়ে রাজনীতি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১০ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১৩ ঘণ্টা আগে