Ajker Patrika

অরুণাচল সীমান্তের কাছে গ্রাম তৈরি করেছে চীন

আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ২৯
অরুণাচল সীমান্তের কাছে গ্রাম তৈরি করেছে চীন

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে অবকাঠামো নির্মাণ করছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সীমান্তের কাছে কার্যত গ্রাম তৈরি করেছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

এরই মধ্যে একাধিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারতের পূর্ব সীমান্তে অরুণাচলের খুব কাছে চীন গ্রাম তৈরি করে ফেলেছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা গণমাধ্যমকে জানিয়েছেন, অরুণাচল সীমান্তে চীন অনেক অবকাঠামো তৈরি করছে। বিমানবন্দর, রেল যোগাযোগের নির্মাণকাজের পাশাপাশি তৈরি করা হয়েছে গ্রাম। আর এই গ্রাম সামরিক প্রয়োজনেই চীন তৈরি করছে বলে দাবি ভারতীয় সেনার। শুধু তাই নয়, অঞ্চলটিতে চীন ফাইভজি নেটওয়ার্কের পরিকাঠামোও তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় চীন-ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য ও কয়েকজন চীনা সৈন্য নিহত হয়লেফটেন্যান্ট জেনারেল কালিতা জানিয়েছেন, ভারতও বসে নেই। তারাও দুর্গম পাহাড়ি অঞ্চলে অবকাঠামো তৈরির কাজ করছে। তবে দুর্গমতার কারণে কাজ করতে সময় লাগছে বলে জানান তিনি।

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় চীন-ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্য ও কয়েকজন চীনা সৈন্য নিহত হওয়ার পর থেকে এশিয়ার এই দুই শক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর সীমান্তে সেনা মোতায়েন করে দুই দেশই। সীমান্ত ইস্যু নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে দুই দেশের শীর্ষ সামরিক পর্যায়ে কয়েক দফা বৈঠকের পরও পুরোপুরি সমাধান আসেনি। সামরিক বাহিনীর আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত