হাসপাতালের হলরুমে এসি চালু রেখে ঘুমিয়ে পড়ায় এক ব্যক্তিকে জুতাপেটা ও লাথি মারলেন এক নারী। পরে কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দেয়। গত সোমবার ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
এদিকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েটিং হলে এসি চালু রেখে শুয়ে ছিলেন এক ব্যক্তি। এ সময় এক নারী এসে এসি বন্ধ করে দেন। শুয়ে থাকা ওই ব্যক্তি এসি বন্ধ করার কারণ জানতে চাইলে ক্ষেপে যান ওই নারী। এরপর পায়ের জুতা খুলে তাঁকে মারধর করতে থাকেন এবং পেছন থেকে ওই ব্যক্তিকে লাথি মারতে থাকেন ওই নারী। এ সময় আরেক ব্যক্তিকে হাতে লাঠি নিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
এদিকে এ ঘটনায় উত্তেজিত ওই নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির কোনো সম্পর্ক নেই। আকস্মিক এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি হাসপাতালে আসার কোনো কারণ ছিল না। ওই ব্যক্তি রাতে ঘুমানোর জন্য এখানে এসেছিলেন। হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের অনুমোদন ছাড়া প্রবেশ করা যায় না। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার জন্য হাসপাতালে নজরদারি রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
হাসপাতালের হলরুমে এসি চালু রেখে ঘুমিয়ে পড়ায় এক ব্যক্তিকে জুতাপেটা ও লাথি মারলেন এক নারী। পরে কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দেয়। গত সোমবার ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
এদিকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েটিং হলে এসি চালু রেখে শুয়ে ছিলেন এক ব্যক্তি। এ সময় এক নারী এসে এসি বন্ধ করে দেন। শুয়ে থাকা ওই ব্যক্তি এসি বন্ধ করার কারণ জানতে চাইলে ক্ষেপে যান ওই নারী। এরপর পায়ের জুতা খুলে তাঁকে মারধর করতে থাকেন এবং পেছন থেকে ওই ব্যক্তিকে লাথি মারতে থাকেন ওই নারী। এ সময় আরেক ব্যক্তিকে হাতে লাঠি নিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
এদিকে এ ঘটনায় উত্তেজিত ওই নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির কোনো সম্পর্ক নেই। আকস্মিক এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি হাসপাতালে আসার কোনো কারণ ছিল না। ওই ব্যক্তি রাতে ঘুমানোর জন্য এখানে এসেছিলেন। হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের অনুমোদন ছাড়া প্রবেশ করা যায় না। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার জন্য হাসপাতালে নজরদারি রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত চালকদের অর্ধেকেরও বেশি লাতিন আমেরিকা থেকে এসেছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং পূর্ব ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে ইউক্রেন থেকে উল্লেখযোগ্য সংখ্যক চালক এসেছেন।
১৪ মিনিট আগেবাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি সম্প্রতি মার্কিন বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এই সম্মানজনক পদমর্যাদা অর্জনকারী প্রথম এবং একমাত্র বাংলাদেশি-আমেরিকান তিনি।
৪৩ মিনিট আগেতীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৯ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৯ ঘণ্টা আগে