Ajker Patrika

৩ মাসের শিশুকে ৫১ বার গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৩০
৩ মাসের শিশুকে ৫১ বার গরম রডের সেঁক, অবশেষে মৃত্যু 

নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাসের শিশুর চিকিৎসার অংশ হিসেবে গরম লোহার রড দিয়ে পেটে ৫১ বার সেঁক দেওয়া হয়েছে। ১৫ দিন পর শিশুটি মারা গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি আদিবাসী অধ্যুষিত এলাকায়।

শাহদোলের কালেক্টর বন্দনা বৈধ বলেন, অন্ধবিশ্বাস‌ের কারণে এ ঘটনা ঘটেছে। শিশুটির নিউমোনিয়ার জন্য কোনো চিকিৎসা করা হয়নি। মহিলা ও শিশু উন্নয়ন কর্মীরা হাসপাতালে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে।

বন্দনা বৈধ বলেন, স্থানীয় একটি ডে কেয়ার সেন্টারের কর্মী শিশুটির মাকে এই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। 

জানা যায়, মধ্যপ্রদেশের অনেক আদিবাসী অধ্যুষিত এলাকায় নিউমোনিয়ার চিকিৎসায় গরম লোহার রড দিয়ে সেঁক দেওয়ার রীতি প্রচলিত। 

যুব কংগ্রেসের সভাপতি ডা. বিক্রান্ত ভুরিয়া বলেন, ‘রড দিয়ে সেঁক দিলে মৃত্যু হতে পারে। এটি ব্যথা কমানোর একটি উপায়, কিন্তু সংক্রমণটি ছাড়িয়ে যেতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে।’ 

বিজেপির মুখপাত্র ডা. হিতেশ বাজপেয়ী বলেন, ‘এ ধরনের প্রথা এখনো প্রচলিত আছে। আমি এলাকার প্রধান মেডিকেল অফিসারকে থানায় গিয়ে একটি অভিযোগ নথিভুক্ত করার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত