Ajker Patrika

অন্ধ্র প্রদেশে ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে আগুন, নিহত ৬

অন্ধ্র প্রদেশে ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে আগুন, নিহত ৬

ভারতের অন্ধ্র প্রদেশের একটি ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল বুধবার দিবাগত রাতে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহতেরা হলেন—উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস এবং হাবদাস রবি দাস। নিহতের মধ্যে ৪ জন্য বিহারের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে চুল্লি বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে মোট ১৮ জন কর্মী কাজ করছিলেন। এই ঘটনার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রদেশটির মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া মুখ্যমন্ত্রী গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং যারা তুলনামূলক কম আহত হয়েছেন তাদের চিকিৎসায় ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ঘটনায় ওই জেলার পুলিশ সুপার এবং কালেক্টরকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত