কলকাতা প্রতিনিধি
অবশেষে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। আগামী ২১ আগস্ট দলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচন নিয়ে দলের ভেতরে সাজ সাজ রব পড়ে গেলেও এখনো নির্লিপ্ত দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
দলের বর্তমান প্রেসিডেন্ট ৭৪ বছর বয়সী সোনিয়া গান্ধী দায়িত্ব সামলালেও নতুন প্রেসিডেন্ট নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারের পর রাহুল গান্ধী দলীয় প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। তিনি নতুন করে প্রেসিডেন্ট হতে চান কিনা এই বিষয়টিও খোলাসা করেননি।
এবারও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দলীয় প্রেসিডেন্টের পদ প্রার্থী হওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এখনো কোনো ইঙ্গিত আসেনি রাহুল গান্ধীর পক্ষ থেকে। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে সভাপতি নির্বাচিত হবেন। তারপর শুরু হবে কার্যনির্বাহী কমিটির পদাধিকারী ও সদস্য নির্বাচন। তাই সর্বসম্মত সভাপতি নির্বাচনের স্বার্থে রাহুলকেই রাজি করাতে ব্যস্ত কংগ্রেসের নেতারা।
এদিকে, কংগ্রেসের প্রধান পদে গান্ধী পরিবারের বাইরের কোনো নেতাকে নির্বাচিত করার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র। তবে, এখনো কংগ্রেস নেতৃবৃন্দের একটি বড় অংশ চান, গান্ধী পরিবারেরই কেউ দলটির চালকের আসনে থাক। তাঁরা মনে করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য গান্ধীরাই আদর্শ।
অবশেষে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। আগামী ২১ আগস্ট দলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচন নিয়ে দলের ভেতরে সাজ সাজ রব পড়ে গেলেও এখনো নির্লিপ্ত দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
দলের বর্তমান প্রেসিডেন্ট ৭৪ বছর বয়সী সোনিয়া গান্ধী দায়িত্ব সামলালেও নতুন প্রেসিডেন্ট নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারের পর রাহুল গান্ধী দলীয় প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। তিনি নতুন করে প্রেসিডেন্ট হতে চান কিনা এই বিষয়টিও খোলাসা করেননি।
এবারও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দলীয় প্রেসিডেন্টের পদ প্রার্থী হওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এখনো কোনো ইঙ্গিত আসেনি রাহুল গান্ধীর পক্ষ থেকে। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে সভাপতি নির্বাচিত হবেন। তারপর শুরু হবে কার্যনির্বাহী কমিটির পদাধিকারী ও সদস্য নির্বাচন। তাই সর্বসম্মত সভাপতি নির্বাচনের স্বার্থে রাহুলকেই রাজি করাতে ব্যস্ত কংগ্রেসের নেতারা।
এদিকে, কংগ্রেসের প্রধান পদে গান্ধী পরিবারের বাইরের কোনো নেতাকে নির্বাচিত করার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র। তবে, এখনো কংগ্রেস নেতৃবৃন্দের একটি বড় অংশ চান, গান্ধী পরিবারেরই কেউ দলটির চালকের আসনে থাক। তাঁরা মনে করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য গান্ধীরাই আদর্শ।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২৯ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে