Ajker Patrika

কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন, নির্লিপ্ত রাহুল

কলকাতা প্রতিনিধি
কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন, নির্লিপ্ত রাহুল

অবশেষে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শুরু হতে যাচ্ছে। আগামী ২১ আগস্ট দলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচন নিয়ে দলের ভেতরে সাজ সাজ রব পড়ে গেলেও এখনো নির্লিপ্ত দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

দলের বর্তমান প্রেসিডেন্ট ৭৪ বছর বয়সী সোনিয়া গান্ধী দায়িত্ব সামলালেও নতুন প্রেসিডেন্ট নির্বাচন জরুরি হয়ে পড়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হারের পর রাহুল গান্ধী দলীয় প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন। তিনি নতুন করে প্রেসিডেন্ট হতে চান কিনা এই বিষয়টিও খোলাসা করেননি।

এবারও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দলীয় প্রেসিডেন্টের পদ প্রার্থী হওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু এখনো কোনো ইঙ্গিত আসেনি রাহুল গান্ধীর পক্ষ থেকে। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে সভাপতি নির্বাচিত হবেন। তারপর শুরু হবে কার্যনির্বাহী কমিটির পদাধিকারী ও সদস্য নির্বাচন। তাই সর্বসম্মত সভাপতি নির্বাচনের স্বার্থে রাহুলকেই রাজি করাতে ব্যস্ত কংগ্রেসের নেতারা।

এদিকে, কংগ্রেসের প্রধান পদে গান্ধী পরিবারের বাইরের কোনো নেতাকে নির্বাচিত করার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা-চিন্তা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি বলে জানিয়েছে কংগ্রেসের একটি সূত্র। তবে, এখনো কংগ্রেস নেতৃবৃন্দের একটি বড় অংশ চান, গান্ধী পরিবারেরই কেউ দলটির চালকের আসনে থাক। তাঁরা মনে করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য গান্ধীরাই আদর্শ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত