কলকাতা প্রতিনিধি
অর্থ পাচারের দায়ে অভিযুক্ত ভারতে আটক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৬ জনকে আগামী ১০ আগস্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার বিশেষ সিবিআই আদালত। ২৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডিকে পিকে হালদারের শারীরিক অবস্থা সম্পর্কেও প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
অভিযুক্তদের আইনজীবীরা চার্জশিট বা অভিযোগ পত্রের কপি হাতে পাওয়ার কথা জানান। আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামার সময় অনেকটা বিধ্বস্ত অবস্থায় পিকে সাংবাদিকদের জানান, চার্জশিট খতিয়ে দেখেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন।
ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তদন্তের স্বার্থে আসামিদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘১০০ পাতার চার্জশিটে আসামিদের অপরাধের বিষয়টি অনেকটাই স্পষ্ট। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।’
এর আগে, গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা ইডি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে, তাঁর ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন, পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র, উত্তম মৈত্র এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করেন।
তদন্তে পিকে হালদারের বিশাল আর্থিক সাম্রাজ্যের সন্ধান পান গোয়েন্দারা। ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ছাড়াও নামে-বেনামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে অন্তত ৩০০ কোটি টাকার সন্ধান পাওয়া যায়। ভারত–বাংলাদেশের বাইরেও পিকে হালদারের আরও সম্পদ রয়েছে বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।
গত ১২ জুলাই তাঁদের বিরুদ্ধে প্রাথমিক চার্জশিট পেশ করা হয়। ১০০ পাতার চার্জশিটে তাঁদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। এর আগে, ৫ জুলাই অভিযুক্তদের আদালতে তোলা হলে সেসময় ১৫ জুলাই শুনানির নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশ মোতাবেক আজ তাঁদের আদালতে হাজির করা হলে ২৬ দিন পর ফের শুনানির নির্দেশ দেন বিচারক।
অর্থ পাচারের দায়ে অভিযুক্ত ভারতে আটক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৬ জনকে আগামী ১০ আগস্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার বিশেষ সিবিআই আদালত। ২৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডিকে পিকে হালদারের শারীরিক অবস্থা সম্পর্কেও প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
অভিযুক্তদের আইনজীবীরা চার্জশিট বা অভিযোগ পত্রের কপি হাতে পাওয়ার কথা জানান। আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামার সময় অনেকটা বিধ্বস্ত অবস্থায় পিকে সাংবাদিকদের জানান, চার্জশিট খতিয়ে দেখেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন।
ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তদন্তের স্বার্থে আসামিদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘১০০ পাতার চার্জশিটে আসামিদের অপরাধের বিষয়টি অনেকটাই স্পষ্ট। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।’
এর আগে, গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা ইডি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে, তাঁর ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন, পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র, উত্তম মৈত্র এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করেন।
তদন্তে পিকে হালদারের বিশাল আর্থিক সাম্রাজ্যের সন্ধান পান গোয়েন্দারা। ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ছাড়াও নামে-বেনামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে অন্তত ৩০০ কোটি টাকার সন্ধান পাওয়া যায়। ভারত–বাংলাদেশের বাইরেও পিকে হালদারের আরও সম্পদ রয়েছে বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা।
গত ১২ জুলাই তাঁদের বিরুদ্ধে প্রাথমিক চার্জশিট পেশ করা হয়। ১০০ পাতার চার্জশিটে তাঁদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। এর আগে, ৫ জুলাই অভিযুক্তদের আদালতে তোলা হলে সেসময় ১৫ জুলাই শুনানির নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশ মোতাবেক আজ তাঁদের আদালতে হাজির করা হলে ২৬ দিন পর ফের শুনানির নির্দেশ দেন বিচারক।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩০ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে