Ajker Patrika

মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১: ১৭
মিজোরামে আশ্রয় নিয়েছে ৩০ হাজারেরও বেশি মিয়ানমারের শরণার্থী

ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে মিয়ানমারের অন্তত ৩০ হাজার নাগরিক। দেশটির ৩০ হাজার ৩১৬ জন নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গত রোববার মিজোরাম রাজ্য সরকারের তরফ থেকে এই তথ্য জানানো হয়। 

রাজ্য সরকার জানিয়েছে, মিয়ানমারে সামরিক শাসন জারির পর থেকে ৯ জুলাই পর্যন্ত ৩০ হাজার ৩১৬ জন শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন।

আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৪ জন আইনপ্রণেতাও রয়েছেন। মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে নারী রয়েছে ১০ হাজার ৪৭ জন এবং শিশুর সংখ্যা ১১ হাজার ৭৯৮। এ ছাড়া অন্তত ১৬ জন জনপ্রতিনিধিও শরণার্থী হিসেবে মিজোরামে অস্থায়ীভাবে বসবাস করছেন। 

এদের মধ্যে ৩০ হাজার ৮৪ জনের সচিত্র পরিচয়পত্রও রাজ্য সরকার বানিয়ে দিয়েছে। তবে এই পরিচয়পত্র কেবল তাদের চিহ্নিত করার জন্যই ব্যবহৃত হবে। এর মাধ্যমে আশ্রয়প্রার্থীরা কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিতে পারবেন না। 

এদিকে, মাত্র ১২ লাখ মানুষ বসবাসকারী ভারতের এই ছোট্ট রাজ্যটিতে ১৫৬টি শরণার্থীশিবির খোলা হয়েছে শরণার্থীদের জন্য। রাজ্যের বিভিন্ন অঞ্চলে এসব শরণার্থীশিবির খোলা হয়েছে। এর মধ্যে ৪১টি শিবির খোলা হয়েছে। এ ছাড়া, লংটলাইতে ৩৬টি এবং চাম্ফাই নামক এলাকায় স্থাপন করা হয়েছে ৩৩টি শিবির।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত