এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে হঠাৎ করে ভারতীয় নিরাপত্তার সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা কেন রাশিয়া সফর করছেন এবং এই সফরের সময়সূচি সম্পর্কে বিষদ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবে এই সফরটি করছেন দোভাল। এর আগে গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই সফর করেছিলেন।
রোববার এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরপরই গত ২৭ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মোদি। সে সময় পুতিনকে তিনি কিয়েভ সফরের কথা অবহিত করে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে মীমাংসায় ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুতিন-মোদি ফোনালাপের সময়ই অজিত দোভালের মস্কো সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। তবে এই সফরের সময়সূচি সম্পর্কে কোনো বিষদ বিবরণ দিতে পারেনি সূত্রটি।
দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মোদির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে নিজের নীতিগত অবস্থান শেয়ার করেছিলেন পুতিন। এই বিরোধ সমাধানের জন্য রাশিয়ার সামনে কী পথ খোলা আছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।
এই কথোপকথনের বিষয়ে পরে মোদি এক্সে একটি পোস্টও করেছিলেন। ওই পোস্টে তিনি সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, আমরা সব সময় শান্তির পক্ষে।’
ইতিপূর্বে ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই তিনটি দেশের মধ্যে চীন ও ব্রাজিলের পর তিনি ভারতের কথাও উল্লেখ করেছিলেন।
গত জুলাইয়ে মোদি রাশিয়া সফর করেছিলেন এবং সাক্ষাতে পুতিনকে তিনি আলিঙ্গন করেছিলেন। এই সাক্ষাৎকে খোঁচা দিয়ে সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৭ জনের প্রাণহানির সদ্য খবর প্রকাশ করেছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। জেলেনস্কি বলেছিলেন, ‘এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত।’ পরে অবশ্য ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও জড়িয়ে ধরেছিলেন মোদি।
এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে হঠাৎ করে ভারতীয় নিরাপত্তার সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা কেন রাশিয়া সফর করছেন এবং এই সফরের সময়সূচি সম্পর্কে বিষদ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবে এই সফরটি করছেন দোভাল। এর আগে গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই সফর করেছিলেন।
রোববার এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরপরই গত ২৭ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মোদি। সে সময় পুতিনকে তিনি কিয়েভ সফরের কথা অবহিত করে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে মীমাংসায় ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুতিন-মোদি ফোনালাপের সময়ই অজিত দোভালের মস্কো সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। তবে এই সফরের সময়সূচি সম্পর্কে কোনো বিষদ বিবরণ দিতে পারেনি সূত্রটি।
দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মোদির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে নিজের নীতিগত অবস্থান শেয়ার করেছিলেন পুতিন। এই বিরোধ সমাধানের জন্য রাশিয়ার সামনে কী পথ খোলা আছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।
এই কথোপকথনের বিষয়ে পরে মোদি এক্সে একটি পোস্টও করেছিলেন। ওই পোস্টে তিনি সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, আমরা সব সময় শান্তির পক্ষে।’
ইতিপূর্বে ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই তিনটি দেশের মধ্যে চীন ও ব্রাজিলের পর তিনি ভারতের কথাও উল্লেখ করেছিলেন।
গত জুলাইয়ে মোদি রাশিয়া সফর করেছিলেন এবং সাক্ষাতে পুতিনকে তিনি আলিঙ্গন করেছিলেন। এই সাক্ষাৎকে খোঁচা দিয়ে সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৭ জনের প্রাণহানির সদ্য খবর প্রকাশ করেছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। জেলেনস্কি বলেছিলেন, ‘এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত।’ পরে অবশ্য ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও জড়িয়ে ধরেছিলেন মোদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
৮ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
৮ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১২ ঘণ্টা আগে