Ajker Patrika

ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়েই বাড়ছে শঙ্কা। ভারতে এ পর্যন্ত ৪২২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে এই কারফিউ কার্যকর হবে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ দিনের জন্য রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। 

কে সুধাকর আরও বলেছেন, নতুন বছরের অনুষ্ঠানে বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ির বাইরে অনুষ্ঠান করা যাবে না। বিশেষ করে জনসমাগম কিংবা ডিজে ইত্যাদি কর্ণাটকে পুরোপুরি নিষিদ্ধ থাকবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও পাবগুলোতে ধারণক্ষমতার অর্ধেক মানুষ বসে খাবার খেতে পারবে। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত