Ajker Patrika

যুগলকে হত্যা করে কুমিরে ভরা নদীতে ফেলে দেয় মেয়ের পরিবার 

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৩: ০৬
যুগলকে হত্যা করে কুমিরে ভরা নদীতে ফেলে দেয় মেয়ের পরিবার 

ভারতের মধ্যপ্রদেশে ১৮ বছর বয়সী তরুণী ও ২১ বছর বয়সী যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর এই যুগলের লাশে পাথর বেঁধে কুমিরে ভরা নদীতে ফেলেছিল দুর্বৃত্তরা। রাজ্য পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার শিকার হওয়া শিবানি তমার ও রাধেশ্যাম তমারের মধ্য প্রেমের সম্পর্ক ছিল। শিবানির বাড়ি রতনবাসাই গ্রামে ও রাধেশ্যামের বাড়ি পাশের বালুপুরা গ্রামে ছিল। তবে তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় শিবানির পরিবার। একপর্যায়ে শিবানির পরিবার দুজনকেই হত্যা করে রতনবাসাই গ্রামের পাশের ওই নদীতে ফেলে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এদিকে রাধেশ্যামের বাবা নিজের ছেলে ও ওই তরুণী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে ধারণা করেছিল তারা হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু গ্রামের কেউ তাঁদের এলাকা ছাড়তে দেখেনি। এরপর পুলিশ ওই তরুণীর বাবা ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পরিবারটি দুজনকে হত্যার দায় স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

শিবানি তমারের পরিবার পুলিশকে জানায়, শিবানি এবং রাধেশ্যামকে ৩ জুন গুলি করে হত্যা করা হয়। এরপর মরদেহ ভারী পাথরের সঙ্গে বেঁধে চম্বল নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

রাজ্য পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ওই তরুণীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। যুগলটিকে খুন করে লাশ চম্বল নদীতে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছে। আমরা মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দলের সাহায্য নিয়েছি।’

চম্বল নদীর ওই অভয়ারণ্য অংশে দুই হাজারের অধিক ঘড়িয়াল ও ৫০০-এর বেশি মিঠাপানির কুমির রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত