কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে শাসক দল তৃণমূলের দাবি, এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনার সূত্রপাত হয়। বীরভূম জেলার রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ সোমবার সন্ধ্যায় বোমার আঘাতে নিহত হন। পুলিশ জানিয়েছে, একটি দোকানে চা খাওয়ার সময় দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করে।
দমকল সূত্রে জানা যায়, এ ঘটনার পরই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বাগটুই গ্রামে। অন্তত চারটি বাড়িতে আগুন লাগে। সোমবার রাতেই তিনটি মরদেহ উদ্ধার হয়। এদিন সকালে আরও সাতটি মরদেহ উদ্ধার হয়েছে।
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে গ্রামটিতে পৌঁছান বীরভূম জেলার এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে বলা যাচ্ছে না উপপ্রধানের মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, নাকি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত করা হবে।’
এদিকে ১১ মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পরিবহনমন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেন, ‘তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল। টিভি ফেটে আগুন লাগে। দমকল, পুলিশ গিয়েছিল। পুলিশ তদন্ত করে দেখুক, তারপর বলব।’
শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, রামপুরহাটের ঘটনায় সরকার তৎপরতার সঙ্গে যা যা করার করছে। সেখানের ওসিকে ও এসডিপিওকে ক্লোজড করা হয়েছে।
অন্যদিকে, বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, রাজ্যে আইনের শাসন নেই। ফের প্রমাণিত হলো সে কথাই।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাটে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে শাসক দল তৃণমূলের দাবি, এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ তদন্ত শুরু করেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনার সূত্রপাত হয়। বীরভূম জেলার রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ সোমবার সন্ধ্যায় বোমার আঘাতে নিহত হন। পুলিশ জানিয়েছে, একটি দোকানে চা খাওয়ার সময় দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করে।
দমকল সূত্রে জানা যায়, এ ঘটনার পরই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় বাগটুই গ্রামে। অন্তত চারটি বাড়িতে আগুন লাগে। সোমবার রাতেই তিনটি মরদেহ উদ্ধার হয়। এদিন সকালে আরও সাতটি মরদেহ উদ্ধার হয়েছে।
খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে গ্রামটিতে পৌঁছান বীরভূম জেলার এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে বলা যাচ্ছে না উপপ্রধানের মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, নাকি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত করা হবে।’
এদিকে ১১ মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পরিবহনমন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেন, ‘তিন-চারটি বাড়িতে আগুন লেগেছিল। টিভি ফেটে আগুন লাগে। দমকল, পুলিশ গিয়েছিল। পুলিশ তদন্ত করে দেখুক, তারপর বলব।’
শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ এ ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, রামপুরহাটের ঘটনায় সরকার তৎপরতার সঙ্গে যা যা করার করছে। সেখানের ওসিকে ও এসডিপিওকে ক্লোজড করা হয়েছে।
অন্যদিকে, বিরোধী দল বিজেপির পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, রাজ্যে আইনের শাসন নেই। ফের প্রমাণিত হলো সে কথাই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে হোয়াইট হাউসে এসে রীতিমতো অপমানিত হয়েছিলেন। পোশাক, কথাবার্তা, আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ধমক খেয়েছেন তিনি।
৩৭ মিনিট আগেদিল্লি পুলিশ গত ২৬ জুন সুনালী বিবিকে আটক করে বাংলাদেশে পুশ ইন করেছে বলে অভিযোগ উঠছে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুনালী কি সন্তান জন্মদানের আগেই ভারত ফিরতে পারবেন? আর যদি না পারেন, তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া ওই শিশুর নাগরিকত্ব কী হবে?
১ ঘণ্টা আগেনেপালের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকট দেখা দিয়েছে। নেপাল ও বাংলাদেশের স্থানীয় পরিবেশকদের কাছে শত শত কোটি রুপির লাইসেন্স ফি বকেয়া রয়েছে ভারতের টিভি সম্প্রচার সংস্থাগুলোর।
২ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত সরকার। জরুরি বিবেচনায় খুবই অল্প পরিমাণে ভিসা দেওয়া শুরু হয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ভারত ভ্রমণে শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশি দেশ বাংলাদেশ।
২ ঘণ্টা আগে