Ajker Patrika

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ বিশ্বভারতীর জাদুঘর ‘বাংলাদেশ ভবন’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ বিশ্বভারতীর জাদুঘর ‘বাংলাদেশ ভবন’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাদুঘর ‘বাংলাদেশ ভবন’ চলতি বছরের আগস্টের পর আর চালু হয়নি। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে, এই জাদুঘরে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে বিশ্বভারতীর এক কর্মকর্তা এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নিদর্শনের পাশাপাশি জাদুঘরে দেশটির প্রথম রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও প্রতিকৃতি আছে এখানে। গণ-আন্দোলনের মুখে হাসিনা যখন ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন, তখন তাঁর বাবার ভাস্কর্য (বাংলাদেশে) জনতা ভেঙে ফেলে।’ 

বিশ্বভারতীর ওই কর্মকর্তা আরও বলেন, ‘হাসিনা সরকার বাংলাদেশ ভবন পরিচালনার ব্যয় বহন করত। ২০১৮ সালে হাসিনা এবং আমাদের (বিশ্ববিদ্যালয়ের) চ্যান্সেলর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এর উদ্বোধন করেছিলেন। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত জাদুঘরটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চার মাস পেরিয়ে গেলেও কেন্দ্র সরকার বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার—কেউই আমাদের এটি আবার চালু করতে বলেনি।’ 

বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা জানান, প্রতিবছর ৭ আগস্ট রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হতো বাংলাদেশ ভবনে। কিন্তু এবার সেই আয়োজন সেখানে না করে খোলা মাঠে করা হয়েছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তাও আগস্ট থেকে বাড়ানো হয়েছে। 

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটির জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান ‘আমার সোনার বাংলা’। যদিও তিনি ১৮৬১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৪১ সালের ৭ আগস্ট এই শহরেই মৃত্যুবরণ করেন, তার পরও তাঁর গানকে দেশটি জাতীয় সংগীত হিসেবে বেছে নেয়। ঠাকুরের বিখ্যাত অনেক কবিতা ও গান রচনা করেছিলেন অবিভক্ত বাংলা আমলে। 

সর্বশেষ, শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল জীবনীচিত্র ‘মুজিব, দ্য মেকিং অব আ নেশন’ তৈরি করেন। গত আগস্টে এর প্রদর্শনী হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকায় হত্যা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত