কলকাতা প্রতিনিধি
ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।
ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১২ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩৩ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে