প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের বাংলাদেশসংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গে অন্তত দুজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ সোমবার সকালে প্রবল ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর আগে গতকাল রোববার মাঝরাতে তা পশ্চিমবঙ্গের ভূখণ্ডে আছড়ে পড়ে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যটিতে আকাশ ও স্থল যোগাযোগ বাধাগ্রস্ত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তাদের বরাত দিয়েছে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অন্তত দুজন নিহত হয়েছেন। তবে তাঁরা কোন এলাকার বাসিন্দা এবং কীভাবে প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পিটিআই বা ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সমুদ্র উপকূলের বেশ কাছাকাছি থাকা পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে গিয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বিমানবন্দরের সেবা বিঘ্নিত হয়েছে। রেল চলাচল সাময়িকের জন্য বন্ধ ছিল। কলকাতা পৌর কর্তৃপক্ষ ও মহানগরী পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এখনো তা ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে রাজ্যটির ওপর দিয়ে। এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে হতে ক্রমেই দুর্বল হতে থাকবে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে আজ ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মহানগরটিতে। এ ছাড়া, এ সময় শহরটিতে গড়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
কলকাতার বিমানবন্দর এলাকার দমদমসহ আশপাশের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৯১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বলেও জানা গেছে। রাজ্যের অন্যান্য এলাকার মধ্যে হলদিয়ায় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ১১ কিলোমিটার, তমলুকে ৭০ কিলোমিটার এবং নিমপিথে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৭০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় রিমালের কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো অবকাঠামোসহ বিভিন্ন স্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে সড়ক, এমনকি কলকাতায়ও ঝড়ের কারণে গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা থেকে ছেড়ে যায় এমন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছিল। পরে স্থানীয় সময় আজ সকাল ৯টায় এই ট্রেনগুলোর কার্যক্রম ফের শুরু হয়। কেবল ট্রেন চলাচল নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছিল বিমান চলাচলও। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার থেকে ফ্লাইট ফের শুরু হবে।
প্রবল বাতাস ও ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভারতের বাংলাদেশসংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গে অন্তত দুজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আজ সোমবার সকালে প্রবল ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এর আগে গতকাল রোববার মাঝরাতে তা পশ্চিমবঙ্গের ভূখণ্ডে আছড়ে পড়ে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যটিতে আকাশ ও স্থল যোগাযোগ বাধাগ্রস্ত হয়।
পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তাদের বরাত দিয়েছে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অন্তত দুজন নিহত হয়েছেন। তবে তাঁরা কোন এলাকার বাসিন্দা এবং কীভাবে প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পিটিআই বা ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সমুদ্র উপকূলের বেশ কাছাকাছি থাকা পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছ উপড়ে গিয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বিমানবন্দরের সেবা বিঘ্নিত হয়েছে। রেল চলাচল সাময়িকের জন্য বন্ধ ছিল। কলকাতা পৌর কর্তৃপক্ষ ও মহানগরী পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এখনো তা ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে রাজ্যটির ওপর দিয়ে। এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে হতে ক্রমেই দুর্বল হতে থাকবে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে আজ ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মহানগরটিতে। এ ছাড়া, এ সময় শহরটিতে গড়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
কলকাতার বিমানবন্দর এলাকার দমদমসহ আশপাশের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৯১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বলেও জানা গেছে। রাজ্যের অন্যান্য এলাকার মধ্যে হলদিয়ায় বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ১১ কিলোমিটার, তমলুকে ৭০ কিলোমিটার এবং নিমপিথে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৭০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় রিমালের কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো অবকাঠামোসহ বিভিন্ন স্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে সড়ক, এমনকি কলকাতায়ও ঝড়ের কারণে গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা থেকে ছেড়ে যায় এমন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছিল। পরে স্থানীয় সময় আজ সকাল ৯টায় এই ট্রেনগুলোর কার্যক্রম ফের শুরু হয়। কেবল ট্রেন চলাচল নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হয়েছিল বিমান চলাচলও। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার থেকে ফ্লাইট ফের শুরু হবে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে