Ajker Patrika

পাকিস্তানে গিয়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ভারত বলছে ‘দুর্ঘটনাবশত’

আপডেট : ১১ মার্চ ২০২২, ২৩: ১৮
পাকিস্তানে গিয়ে পড়ল ক্ষেপণাস্ত্র, ভারত বলছে ‘দুর্ঘটনাবশত’

দুর্ঘটনাবশত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এমনটি জানানো হয়।

এই দুর্ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি উল্লেখ করে একটি বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ভারত সরকার একটি গুরুত্ব সহকারে দেখছে। এ নিয়ে একটি উচ্চ-স্তরের আদালতের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, জানা গেছে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে। ঘটনাটি গভীরভাবে দুঃখজনক হলেও স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনো প্রাণহানি হয়নি। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার সেনা মহড়া চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর ওই ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আঘাত হানে। 

এদিকে এই ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের অবহেলার অপ্রীতিকর পরিণতি সম্পর্কে সচেতন হতে হবে। ভবিষ্যতে এই ধরনের লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। 

এ নিয়ে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব টুইটারে বলেন, উভয় পক্ষই ভালোভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। নয়াদিল্লির উচিত পাকিস্তানকে ক্ষতিপূরণ দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত