Ajker Patrika

ভারতের মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭ 

আপডেট : ০৭ মে ২০২২, ১১: ১৯
ভারতের মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭ 

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আজ শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ সাতজন নিহত হয়েছেন। ভারতের পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ইন্দোরের স্বর্ণবাগ কলোনির দোতলা ভবনটির বেসমেন্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ভোরের আগে আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির বেসমেন্টে দুটি গাড়ি পার্ক করা ছিল। আগুনে দুটি গাড়িই ভস্মীভূত হয় এবং পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, তিন ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

ভবনটির মালিক আনসার প্যাটেলকে পুলিশ আটক করেছে এবং তাঁর বিরুদ্ধে ‘অবহেলার কারণে মৃত্যু’ উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। কারণ ভবনটির কোনো ফ্ল্যাটেই অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ছিল না। 

এ দুর্ঘটনায় হতাহতদের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, ‘আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরিবারগুলোর সদস্যরা যেন এই গভীর শোক কাটিয়ে উঠতে পারেন এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত