Ajker Patrika

আসামে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত 

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২: ২২
আসামে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত 

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। তবে ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। ভূমিকম্পপ্রবণ রাজ্যটির মানুষ কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

আজ বুধবার ভারতীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূমিকম্প গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, আসামের গোয়ালপাড়ায় ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।

রাজধানী গৌহাটির ফ্রেন্ডস অব বাংলাদেশের আসাম শাখার সভাপতি ড. সৌমেন ভারতিয়া জানান, সকালে কম্পন অনুভূত হতেই সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তাঁর জানা নেই।

রিখটার স্কেলে ৫.২ কম্পাঙ্ক যথেষ্ট শক্তিশালী। গোয়ালপাড়া কম্পনের উৎস হলেও আসমের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভারতের উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের উত্তরভাগেও কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। 

এর আগে চলতি বছরেরই ২৮ এপ্রিল লাগাতার ভূমিকম্পে কেঁপে ওঠে আসামসহ ভারতের গোটা উত্তর–পূর্বাঞ্চল। ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি মাপের অন্তত ডজনখানেক কম্পন অনুভূত হয়।

এর আগে ১৮৯৭ সালে ভূমিকম্পে আসামে অনেক মানুষ মারা যান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৮.১। প্রচুর স্থাপনা মাটিতে মিশে যায়। আসামের ভূমিকম্পের প্রভাব পড়ে কলকাতায়ও। ১৯৪৭ সালেও এই জুলাই মাসেই বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছিল আসাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। সেই ভূমিকম্পেও ব্যাপক ক্ষতি হয় আসামের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত