Ajker Patrika

পুলিশের গুলিতে নিহতদের স্মরণে তৃণমূল ও বিজেপির সভা

প্রতিনিধি, কলকাতা
পুলিশের গুলিতে নিহতদের স্মরণে তৃণমূল ও বিজেপির সভা

পুলিশের গুলিতে নিহত ১৩ জন কংগ্রেস কর্মীর স্মরণে আজ বুধবার (২১ জুলাই) 'শহীদ দিবস' পালন করছে তৃণমূল ও বিজেপি। গত বছরের মতো এ বছরও করোনার কারণে প্রকাশ্যে জনসভা হচ্ছে না। ভার্চুয়াল জনসভার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এই দিবসকে কেন্দ্র করে তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

১৯৯৩ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা রাজ্যে আন্দোলনে নামেন। সেই সময়ে পুলিশ গুলি চালালে ১৩ জন আন্দোলনকারী নিহত হন।

সেই সময়ে ক্ষমতায় ছিলেন প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আর মমতা ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভানেত্রী। তাঁর মূল দাবি ছিল, ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও নিহতদের কথা তিনি ভোলেননি।

মমতা ব্যানার্জি বলেন, 'শহীদ দিবস বাংলার ইতিহাসে একটি আবেগঘন দিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে পুলিশের নৃশংসতার কাছে ১৩টি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।’

মমতা ব্যানার্জি আরও বলেন, 'সারা জীবন সহকর্মী ভাই বোনদের প্রতি সকল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছি। নিঃস্বার্থ ভাবে জীবন দেওয়া ১৩ জন সাহসী হৃদয়ের কথা মনে পড়ে আজও কষ্ট লাগে।'

এদিকে বিজেপিও ২১ শে জুলাই পালনে 'পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচিতে অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজেদের কোনো আয়োজন না থাকলেও সামাজিক গণমাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, 'একুশ আমাদের আবেগ, একুশ আমাদের লড়াই, রক্তে রাঙা একুশে জুলাই ভুলছি না, ভুলব না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত