Ajker Patrika

আড়াই বছর পর চীনের সঙ্গে সংঘর্ষ, পাঁচ দিনের মাথায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২: ৩৬
আড়াই বছর পর চীনের সঙ্গে সংঘর্ষ, পাঁচ দিনের মাথায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

ভারত সফলভাবে ‘অগ্নি ৫’ নামের পরমাণু সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের অরুণাচল প্রদেশের ডি ফ্যাক্টো সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পাঁচ দিন পর ভারত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তি ও সরঞ্জাম যাচাই করার জন্য পরীক্ষাটি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। এটি এখন আগের চেয়ে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এটি অগ্নি ৫-এর নবম ফ্লাইট। ২০১২ সালে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ভারত। 

এটি একটি নিয়মিত পরীক্ষা বলেও জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কয়েক দিন পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলেও এটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। ভারত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে অরুণাচল সংঘর্ষের আগেই বিমান সেনাদের উদ্দেশে নোটিশ জারি করেছিল। 

গত ৯ ডিসেম্বর ভারতের অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী সামান্য আহত হন। সংক্ষিপ্ত সংঘর্ষের পর উভয় পক্ষ তাৎক্ষণিকভাবে এলাকা থেকে সরে গেছে। 

প্রায় আড়াই বছর আগে চীন ও ভারতের মধ্যে সর্বশেষ সংঘর্ষটি হয়েছিল ২০২০ সালের জুনে। ওই সময় গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারান। আর চীনের পক্ষে হতাহতের সংখ্যা ছিল ৪০-এর বেশি। এই রক্তক্ষয়ী ঘটনার পর প্যাংগং লেকের দক্ষিণ তীরসহ বেশ কয়েকটি সীমান্তসংলগ্ন স্থানে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের সামরিক কমান্ডারদের মধ্যে একাধিক বৈঠক হয়। পরে ভারতীয় ও চীনা সৈন্যরা লাদাখের গোগরা-হট স্প্রিংসসহ মূল পয়েন্টগুলো থেকে সরে গেছেন। 

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীমান্ত সম্পর্কে ‘মতবিরোধের’ কারণে ২০০৬ সাল থেকে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে ১৯৬২ সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও ভারত সংঘর্ষে জড়িয়েছিল। চীন এই অঞ্চলকে তিব্বতের অংশ বলে দাবি করেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত