কদিন আগেই জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যার জন্য এমন পরিণতি বলে মনে করেন, সেই নরেন্দ্র মোদির সঙ্গেই কেন দেখা করতে গেলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন হেমন্ত। ছবিতে দেখা যায়, তিনি মোদির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। ছবিটির ক্যাপশনে হেমন্ত লিখেছেন, নেহাতই সৌজন্য সাক্ষাৎ।
এদিকে হেমন্তের এমন অস্বাভাবিক সাক্ষাৎ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই ভাবছেন—তবে কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নৌকাতেই পা রাখতে চলেছেন?
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে গত শনিবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দিল্লিতে দেখা করেছেন হেমন্ত সোরেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনও ছিলেন।
দিল্লির কারাবন্দী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িও গিয়েছিলেন হেমন্ত ও কল্পনা। কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। হেমন্ত আশা করেন, শিগগিরই জামিন পেয়ে যাবেন কেজরিওয়াল।
ওয়াল জানিয়েছে, দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাতের আগেও বিজেপিকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন হেমন্ত। কেন্দ্রের ক্ষমতাসীন এই দলটির বিষয়ে তিনি বলেছেন, ‘বিজেপির লোকেরা ভাবে মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তা হয় না। গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে, লোক প্রথমে সহ্য করে, পরে অসহ্য হয়ে গেলে তার ফলও সামনে আসে।’
বিজেপি বিচারব্যবস্থাকে অপদস্থ করছে, এমন অভিযোগ করে হেমন্ত বলেন—‘কিছুদিন ধরে দেশে কী চলছে তা আপনারা সবাই দেখছেন। ওরা বিচার ব্যবস্থাকে হাসির বস্তুতে পরিণত করেছে।’
কিন্তু এসব বক্তব্য যেদিন হেমন্ত দিলেন, সেদিনই হাসিমুখে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে কী বার্তা দিতে চাইলেন তিনি। অনেকের মতে, কেন্দ্রের কাছে রাজ্যের দাবিদাওয়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে হেমন্তের দল জেএমএম এখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোটবদ্ধ। বিধানসভা ভোটের আগে এই জোটে শেষ কামড় দিতে পারে বিজেপি। তবে খুব শিগগিরই এসব বিষয় দৃশ্যমান হয়ে উঠবে। কারণ রাজ্যটির বিধানসভা নির্বাচন আসন্ন।
কদিন আগেই জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পেয়ে আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যার জন্য এমন পরিণতি বলে মনে করেন, সেই নরেন্দ্র মোদির সঙ্গেই কেন দেখা করতে গেলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন হেমন্ত। ছবিতে দেখা যায়, তিনি মোদির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। ছবিটির ক্যাপশনে হেমন্ত লিখেছেন, নেহাতই সৌজন্য সাক্ষাৎ।
এদিকে হেমন্তের এমন অস্বাভাবিক সাক্ষাৎ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই ভাবছেন—তবে কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নৌকাতেই পা রাখতে চলেছেন?
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে গত শনিবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দিল্লিতে দেখা করেছেন হেমন্ত সোরেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনও ছিলেন।
দিল্লির কারাবন্দী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িও গিয়েছিলেন হেমন্ত ও কল্পনা। কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। হেমন্ত আশা করেন, শিগগিরই জামিন পেয়ে যাবেন কেজরিওয়াল।
ওয়াল জানিয়েছে, দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাতের আগেও বিজেপিকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন হেমন্ত। কেন্দ্রের ক্ষমতাসীন এই দলটির বিষয়ে তিনি বলেছেন, ‘বিজেপির লোকেরা ভাবে মানুষকে টাকা দিয়ে কেনা যায়। তা হয় না। গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে, লোক প্রথমে সহ্য করে, পরে অসহ্য হয়ে গেলে তার ফলও সামনে আসে।’
বিজেপি বিচারব্যবস্থাকে অপদস্থ করছে, এমন অভিযোগ করে হেমন্ত বলেন—‘কিছুদিন ধরে দেশে কী চলছে তা আপনারা সবাই দেখছেন। ওরা বিচার ব্যবস্থাকে হাসির বস্তুতে পরিণত করেছে।’
কিন্তু এসব বক্তব্য যেদিন হেমন্ত দিলেন, সেদিনই হাসিমুখে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে কী বার্তা দিতে চাইলেন তিনি। অনেকের মতে, কেন্দ্রের কাছে রাজ্যের দাবিদাওয়া নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে হেমন্তের দল জেএমএম এখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোটবদ্ধ। বিধানসভা ভোটের আগে এই জোটে শেষ কামড় দিতে পারে বিজেপি। তবে খুব শিগগিরই এসব বিষয় দৃশ্যমান হয়ে উঠবে। কারণ রাজ্যটির বিধানসভা নির্বাচন আসন্ন।
এই ঘোষণার পর তুরস্ক ও পিকেকের দীর্ঘদিনের সংঘাত শেষ হওয়ার পথ তৈরি হয়েছে, যে সংঘাত ছড়িয়ে পড়েছিল সিরিয়া ও ইরাকেও। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে কারাগার থেকে এক চিঠিতে গোষ্ঠীটিকে অস্ত্রসমর্পণের আহ্বান জানান ওজালান।
৬ মিনিট আগে৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
২২ মিনিট আগেযুক্তরাজ্যে ভিসা পেতে হলে এখন থেকে বিদেশি দক্ষ কর্মীদের আরও কঠিন ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নতুন অভিবাসন নীতিতে বলা হয়েছে, তাঁদের এখন এমন পর্যায়ের ইংরেজি জানতে হবে যা ‘এ’ লেভেল সমমানের—যেখানে তাঁরা স্বতঃস্ফূর্ত ও সাবলীলভাবে সামাজিক, একাডেমিক ও পেশাগত পরিবেশে কথা বলতে পারবেন।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে গত শনিবার তেলেঙ্গানার হায়দ্রাবাদে করাচি বেকারির একটি আউটলেটে ভাঙচুর চালিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে