সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের বরাতে এনডিটিভি এ খবর দিয়েছে।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করা হয় কি না, সেদিকে আমরা সতর্ক নজর রাখছি। শুধু তাই নয়, সোমালি জলসীমায় যাতায়াতকারী সব জাহাজের ওপর সতর্ক নজরদারি থাকবে।’
গত ১০০ দিনে নৌবাহিনীর জলদস্যুবিরোধী এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা অভিযানের কথা উল্লেখ করে নৌপ্রধান কুমার বলেন, ভারতীয় মহাসাগর অঞ্চলকে আরও নিরাপদ করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
সামুদ্রিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী জলদস্যুবিরোধী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও ড্রোন বিধ্বংসী অভিযান চালিয়েছে। অপারেশন সংকল্প চলাকালে ৪৫ ভারতীয় ও ৬৫ জন বিদেশি নাগরিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গতকাল শনিবার বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা।
গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের বরাতে এনডিটিভি এ খবর দিয়েছে।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘এমভি আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এটিকে জলদস্যুতার কাজে ব্যবহার করা হয় কি না, সেদিকে আমরা সতর্ক নজর রাখছি। শুধু তাই নয়, সোমালি জলসীমায় যাতায়াতকারী সব জাহাজের ওপর সতর্ক নজরদারি থাকবে।’
গত ১০০ দিনে নৌবাহিনীর জলদস্যুবিরোধী এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা অভিযানের কথা উল্লেখ করে নৌপ্রধান কুমার বলেন, ভারতীয় মহাসাগর অঞ্চলকে আরও নিরাপদ করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
সামুদ্রিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী জলদস্যুবিরোধী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও ড্রোন বিধ্বংসী অভিযান চালিয়েছে। অপারেশন সংকল্প চলাকালে ৪৫ ভারতীয় ও ৬৫ জন বিদেশি নাগরিককে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গতকাল শনিবার বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা।
গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
৬ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৩৬ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে