Ajker Patrika

দুর্গাপূজায় বুর্জ খলিফা হচ্ছে কলকাতায়

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২: ৫০
দুর্গাপূজায় বুর্জ খলিফা হচ্ছে কলকাতায়

মহালয়ার দিন থেকেই কলকাতায় পুরোদমে শুরু হয়ে গেছে পূজার কাউন্টডাউন। দুর্গাপূজায় দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা উঠে আসছে ভারতের কলকাতার বুকে। পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এটি করা হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে বুর্জ খলিফার আদলে ১৪০ ফুট উঁচু প্যান্ডেল তৈরি করা হচ্ছে। 

শিল্পী রোমিও হাজরা আজকের পত্রিকাকে বলেন, 'প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের আয়না দিয়ে। কলকাতায় বসেই দুবাইয়ের বুর্জ খলিফার সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকেরা।' 

গত কয়েক বছর ধরে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সবাইকে টেক্কা দিচ্ছে। প্রতিমায় সাবেকিয়ানার পাশাপাশি থাকছে প্যান্ডেলে অভিনবত্ব। এই পূজা কমিটির কার্যকরী সভাপতি অশোক বণিক জানান, শ্রীভূমিতে সমস্ত দেবী মূর্তিকেই পরানো হয় সত্যিকারের সোনার গয়না। সকল গয়না কলকাতার বিখ্যাত সেনকো জুয়েলার্স থেকে আনা হয়। প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল।

অশোক বণিক বলেন, 'পূজা উপলক্ষে এরই মধ্যে গরিব মানুষের মধ্যে বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পূজার সময় ১০ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে। পূজার পুরো পরিবেশ থাকবে বাঙালিয়ানায় ভরপুর।' 

দুর্গাপূজা উপলক্ষে বুর্জ খলিফার আদলে ১৪০ ফুট উঁচু প্যান্ডেলস্থানীয় বাসিন্দা নিতীশ মুখার্জি বলেন, 'কলকাতায় এখন অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বড় পূজাগুলোর মধ্যে অন্যতম সুজিত বসুর শ্রীভূমি। এখানকার পরিবেশ আর দমকল মন্ত্রীর জনপ্রিয়তাই মানুষকে এখানে আসতে আকর্ষিত করে।' 

দমকল মন্ত্রী সুজিত বসু ছাড়াও আরও অনেক মন্ত্রীই পূজাতে মেতেছেন। কলকাতার দুর্গাপূজার অন্যতম আকর্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতি। তাই এবারও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও মেতে উঠেছেন শারদ উৎসবে। দক্ষিণ কলকাতার চেতলার পূজা ফিরহাদ (ববি) হাকিমের পূজা বলেই পরিচিত। কারণ বহুকাল ধরে তিনিই এই পূজার মূল উদ্যোক্তা। মন্ত্রী হয়েও পূজার সঙ্গে তাঁর সম্পর্কে বিন্দুমাত্র ছেদ পড়েনি।

রাজ্যের আরেক মন্ত্রী সুব্রত মুখার্জি দীর্ঘ সময় ধরে একডালিয়া এভারগ্রিন ক্লাবের সভাপতি হিসেবে আছেন। এবারও দক্ষিণ কলকাতার এই পূজায় নিজেকে তিনি জড়িয়ে রেখেছেন।

তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি দক্ষিণ কলকাতার নাকতলা উদয় সংঘে এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সুরূচি সংঘের দুর্গাপূজার সঙ্গে যুক্ত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত