সদ্যই কলেজ ভবনটি নির্মাণ করা হয়েছে। কেবল একতলার দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন। সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় এমএলএ। আগে থেকেই এখানে নিম্নমানের কাজ করার অভিযোগ ছিল। এমএলএ সেটিই পরীক্ষা করতে গিয়েছিলেন। এক হাতে একটি দেয়ালে ধাক্কা দিতেই পুরো দেয়ালটি ধসে পড়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাজ্যে ক্ষমতাসীন বিজেপির দুর্নীতি-অনিয়ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি এটি শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের প্রতাপগড় জেলায় ভবন নির্মাণস্থলে একটি ইটের দেয়াল ভেঙে পড়ছে। সমাজবাদী পার্টির বিধায়ক ডা. আর কে ভার্মা খালি হাতে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালটি ভেঙে পড়ে।
বিধায়ক ভিডিওতে বলেছেন, ‘এটি একটি চারতলা বিল্ডিং হবে।’
ভিডিওটি ধারণ করা হয়েছিল গতকাল বৃহস্পতিবার। বিধায়ক রানিগঞ্জ এলাকায় নির্মাণাধীন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের জন্য গিয়েছিলেন। বিধায়কের মতে, অখিলেশ যাদবের টুইট করা ভিডিওটি সেই এলাকার, যেখানে কলেজ হোস্টেল ভবন নির্মাণ করা হচ্ছে।
অখিলেশ যাদব হিন্দিতে একটি টুইট বার্তায় বলেছেন, ‘বিজেপির শাসন দুর্নীতির বিস্ময়। ইঞ্জিনিয়ারিং কলেজের ইটগুলো সিমেন্ট ছাড়াই গাঁথা হয়েছিল।’
বিধায়ক ভার্মা এরই মধ্যে আরেকটি ভিডিও টুইট করেছেন। সেটিতে দেখা যাচ্ছে, ওই নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেছেন তিনি। হাত দিয়ে ধাক্কা দিতেই ভেঙে পড়ছে ইটের দেয়াল।
বিধায়ক টুইট বার্তায় বলেন, ‘এ ধরনের জঘন্য নির্মাণকাজ তরুণদের ভবিষ্যৎ গড়ে তুলবে না। এটা তাদের মৃত্যুর আয়োজন করার মতো। এটি রানিগঞ্জ বিধানসভায় নির্মিত ইঞ্জিনিয়ারিং কলেজে দুর্নীতিগ্রস্ত সরকার যন্ত্রের নিদর্শন।’
সদ্যই কলেজ ভবনটি নির্মাণ করা হয়েছে। কেবল একতলার দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন। সেই কাজ পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় এমএলএ। আগে থেকেই এখানে নিম্নমানের কাজ করার অভিযোগ ছিল। এমএলএ সেটিই পরীক্ষা করতে গিয়েছিলেন। এক হাতে একটি দেয়ালে ধাক্কা দিতেই পুরো দেয়ালটি ধসে পড়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাজ্যে ক্ষমতাসীন বিজেপির দুর্নীতি-অনিয়ম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি এটি শেয়ার করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ্যের প্রতাপগড় জেলায় ভবন নির্মাণস্থলে একটি ইটের দেয়াল ভেঙে পড়ছে। সমাজবাদী পার্টির বিধায়ক ডা. আর কে ভার্মা খালি হাতে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালটি ভেঙে পড়ে।
বিধায়ক ভিডিওতে বলেছেন, ‘এটি একটি চারতলা বিল্ডিং হবে।’
ভিডিওটি ধারণ করা হয়েছিল গতকাল বৃহস্পতিবার। বিধায়ক রানিগঞ্জ এলাকায় নির্মাণাধীন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শনের জন্য গিয়েছিলেন। বিধায়কের মতে, অখিলেশ যাদবের টুইট করা ভিডিওটি সেই এলাকার, যেখানে কলেজ হোস্টেল ভবন নির্মাণ করা হচ্ছে।
অখিলেশ যাদব হিন্দিতে একটি টুইট বার্তায় বলেছেন, ‘বিজেপির শাসন দুর্নীতির বিস্ময়। ইঞ্জিনিয়ারিং কলেজের ইটগুলো সিমেন্ট ছাড়াই গাঁথা হয়েছিল।’
বিধায়ক ভার্মা এরই মধ্যে আরেকটি ভিডিও টুইট করেছেন। সেটিতে দেখা যাচ্ছে, ওই নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেছেন তিনি। হাত দিয়ে ধাক্কা দিতেই ভেঙে পড়ছে ইটের দেয়াল।
বিধায়ক টুইট বার্তায় বলেন, ‘এ ধরনের জঘন্য নির্মাণকাজ তরুণদের ভবিষ্যৎ গড়ে তুলবে না। এটা তাদের মৃত্যুর আয়োজন করার মতো। এটি রানিগঞ্জ বিধানসভায় নির্মিত ইঞ্জিনিয়ারিং কলেজে দুর্নীতিগ্রস্ত সরকার যন্ত্রের নিদর্শন।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে