‘রাতের খাবার পরিবেশন না করায়’ স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতকাল শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তাঁর দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।
দুহান বলেন, ‘তিনি স্ত্রীর লাশের পাশেই বসেছিলেন। আমরা তখনই তাকে আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরও উদ্ধার করেছি।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি। তাই সে তাকে হত্যা করেছে।’
পুলিশ বলছে, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন।
‘রাতের খাবার পরিবেশন না করায়’ স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতকাল শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তাঁর দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।
দুহান বলেন, ‘তিনি স্ত্রীর লাশের পাশেই বসেছিলেন। আমরা তখনই তাকে আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরও উদ্ধার করেছি।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি। তাই সে তাকে হত্যা করেছে।’
পুলিশ বলছে, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৯ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৯ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
১০ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
১২ ঘণ্টা আগে