Ajker Patrika

‘খাবার পরিবেশন না করায়’ পাথর দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা

‘খাবার পরিবেশন না করায়’ পাথর দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা

‘রাতের খাবার পরিবেশন না করায়’ স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতকাল শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন। 

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তাঁর দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।

দুহান বলেন, ‘তিনি স্ত্রীর লাশের পাশেই বসেছিলেন। আমরা তখনই তাকে আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরও উদ্ধার করেছি।’

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি।  তাই সে তাকে হত্যা করেছে।’

পুলিশ বলছে, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত