ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় এক নারী বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। গত বুধবার রাতে রথীবালা আড়ি নামে ওই কর্মীসহ আরও কয়েকজনের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে রথীবালার মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত সাতজন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রথীবালা আড়ির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এমন এক সময়ে সৃষ্টি হয়েছে, যার মাত্র এক দিন পরেই দেশটির লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ করা হবে। এই ধাপে এই জেলায়ও একটি লোকসভা আসনে নির্বাচন হবে।
রথীবালা আড়ির মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিচার দাবি করে রাস্তায় নামেন বিজেপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা নন্দীগ্রামের পুরো রাস্তা বন্ধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিজেপির নেতা-কর্মীরা দাবি করেন, নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে রথীবালা আড়িসহ অন্যদেরও ওপর হামলার পেছনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দায়ী।
এদিকে, ক্রমেই উত্তপ্ত হতে থাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে নন্দীগ্রামে র্যাপিড অ্যাকশন ফোর্সসহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে মাঠের পরিস্থিতি শক্তি দিয়ে মোকাবিলা করলেও রাজনীতির ময়দানে বাগ্যুদ্ধ চলছে ব্যাপক আকারে। বিজেপি যেখানে রথীবালার মৃত্যুর ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করছে, সেখানে তৃণমূল দৃঢ়ভাবে সেই অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘দিনভর এলাকায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর গত (বুধবার) রাতে স্থানীয় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল রথীবালা ও অন্যদের। তৃণমূল সমর্থিত অপরাধীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁকে হত্যা করা হয় এবং অন্যরা গুরুতর আহত হন।’
এদিকে, বিজেপির সাবেক রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেককে ইঙ্গিত করে বলেন, ‘গতকাল নন্দীগ্রামে ভাইপোর প্ররোচনার সরাসরি ফল ছিল এই রক্তপাত, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছে তৃণমূল।’
নন্দীগ্রামের তৃণমূল নেতা স্বদেশ দাস এসব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ‘এই ঘটনার পেছনে পারিবারিক বিরোধ জড়িত এবং সে কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় এক নারী বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গন। গত বুধবার রাতে রথীবালা আড়ি নামে ওই কর্মীসহ আরও কয়েকজনের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে রথীবালার মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত সাতজন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রথীবালা আড়ির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি এমন এক সময়ে সৃষ্টি হয়েছে, যার মাত্র এক দিন পরেই দেশটির লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ করা হবে। এই ধাপে এই জেলায়ও একটি লোকসভা আসনে নির্বাচন হবে।
রথীবালা আড়ির মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিচার দাবি করে রাস্তায় নামেন বিজেপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা নন্দীগ্রামের পুরো রাস্তা বন্ধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিজেপির নেতা-কর্মীরা দাবি করেন, নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে রথীবালা আড়িসহ অন্যদেরও ওপর হামলার পেছনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দায়ী।
এদিকে, ক্রমেই উত্তপ্ত হতে থাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে নন্দীগ্রামে র্যাপিড অ্যাকশন ফোর্সসহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে মাঠের পরিস্থিতি শক্তি দিয়ে মোকাবিলা করলেও রাজনীতির ময়দানে বাগ্যুদ্ধ চলছে ব্যাপক আকারে। বিজেপি যেখানে রথীবালার মৃত্যুর ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করছে, সেখানে তৃণমূল দৃঢ়ভাবে সেই অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘দিনভর এলাকায় নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর গত (বুধবার) রাতে স্থানীয় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল রথীবালা ও অন্যদের। তৃণমূল সমর্থিত অপরাধীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁকে হত্যা করা হয় এবং অন্যরা গুরুতর আহত হন।’
এদিকে, বিজেপির সাবেক রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেককে ইঙ্গিত করে বলেন, ‘গতকাল নন্দীগ্রামে ভাইপোর প্ররোচনার সরাসরি ফল ছিল এই রক্তপাত, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেছে তৃণমূল।’
নন্দীগ্রামের তৃণমূল নেতা স্বদেশ দাস এসব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ‘এই ঘটনার পেছনে পারিবারিক বিরোধ জড়িত এবং সে কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে