কলকাতা প্রতিনিধি
দলবদলের ফলাফল হিসেবে ভারতের মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে ক্রস ভোটিং এইআশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান।
মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রীসহ শিবসেনার ২১ জন বিধায়ক বিজেপি শাসিত রাজ্য গুজরাটের একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সরকার বাঁচাতে শিবসেনা বাকি বিধায়কদের হোটেলে নজরবন্দী করার কথা বিবেচনা করছে।
শিবসেনার নেতা সঞ্জয় রাউত অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের নেতৃত্বাধীন সরকারের সামনে কোনো বিপদ নেই।
বিজেপির দাবি, শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বে ২১ জন বিধায়ক তাঁদের সঙ্গে হোটেলে রয়েছেন। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের দাবি, মহারাষ্ট্রের মানুষ বিজেপিকেই চাইছে। তাই তাঁরা সরকার গঠন করতে চান। উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা ভোটে লড়লেও পরবর্তীতে কংগ্রেস ও এনসিপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠন করে।
বর্তমানে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে শিবসেনা জোটের সদস্য সংখ্যা ১৬৯। তবে শিবসেনা থেকে ২১ জন দল ত্যাগ করলে বিজেপির সরকার গঠন করতে সুবিধা হবে। বিজেপি জোটের বর্তমান আসনসংখ্যা ১১৩। তাদের সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছে বলে দাবি দলটির। আর সেটা বোঝা যায় সোমবার লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ে। কারণ সরকার পক্ষের বিধায়ক সংখ্যা বেশি থাকলেও বিজেপি ও শিবসেনা ৫টি করে আসনে জয়ী হয়।
অর্থাৎ, সরকারি জোটের অনেক বিধায়কই কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দিয়েছেন। আর সেটা স্পষ্ট হতেই বিদ্রোহী বিধায়কেরা গুজরাটে চলে গিয়েছেন বিজেপি হেফাজতে। ফলে আবারও ফিরে এসেছে হোটেল রাজনীতি। উভয় জোটই দলবদলের ভয়ে নিজেদের সমর্থক বিধায়কদের এখন হোটেল নজরবন্দী করে রাখছেন।
দলবদলের ফলাফল হিসেবে ভারতের মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের পতনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে ক্রস ভোটিং এইআশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান।
মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রীসহ শিবসেনার ২১ জন বিধায়ক বিজেপি শাসিত রাজ্য গুজরাটের একটি হোটেলে রয়েছেন। তাঁদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সরকার বাঁচাতে শিবসেনা বাকি বিধায়কদের হোটেলে নজরবন্দী করার কথা বিবেচনা করছে।
শিবসেনার নেতা সঞ্জয় রাউত অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের নেতৃত্বাধীন সরকারের সামনে কোনো বিপদ নেই।
বিজেপির দাবি, শিবসেনার মন্ত্রী একনাথ সিন্ধের নেতৃত্বে ২১ জন বিধায়ক তাঁদের সঙ্গে হোটেলে রয়েছেন। বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশের দাবি, মহারাষ্ট্রের মানুষ বিজেপিকেই চাইছে। তাই তাঁরা সরকার গঠন করতে চান। উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা ভোটে লড়লেও পরবর্তীতে কংগ্রেস ও এনসিপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠন করে।
বর্তমানে রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে শিবসেনা জোটের সদস্য সংখ্যা ১৬৯। তবে শিবসেনা থেকে ২১ জন দল ত্যাগ করলে বিজেপির সরকার গঠন করতে সুবিধা হবে। বিজেপি জোটের বর্তমান আসনসংখ্যা ১১৩। তাদের সঙ্গে বেশ কয়েকজন স্বতন্ত্র সদস্যও রয়েছে বলে দাবি দলটির। আর সেটা বোঝা যায় সোমবার লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনে কংগ্রেস প্রার্থীর পরাজয়ে। কারণ সরকার পক্ষের বিধায়ক সংখ্যা বেশি থাকলেও বিজেপি ও শিবসেনা ৫টি করে আসনে জয়ী হয়।
অর্থাৎ, সরকারি জোটের অনেক বিধায়কই কংগ্রেসের বদলে বিজেপিকে ভোট দিয়েছেন। আর সেটা স্পষ্ট হতেই বিদ্রোহী বিধায়কেরা গুজরাটে চলে গিয়েছেন বিজেপি হেফাজতে। ফলে আবারও ফিরে এসেছে হোটেল রাজনীতি। উভয় জোটই দলবদলের ভয়ে নিজেদের সমর্থক বিধায়কদের এখন হোটেল নজরবন্দী করে রাখছেন।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৭ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে