Ajker Patrika

২২ বছর পর বাবার খুনিকে একইভাবে খুন করলেন পুত্র

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৮: ২৪
২২ বছর পর বাবার খুনিকে একইভাবে খুন করলেন পুত্র

বাবাকে হত্যার প্রতিশোধ নিতে ২২ বছর অপেক্ষা করেছেন গুজরাটের আহমেদাবাদের গোপাল সিং ভাটি। অবশেষে আহমেদাবাদের বোদাকদেব এলাকায় বাবার খুনিকে একইভাবে হত্যা করলেন ৩০ বছরের এই যুবক। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গোপালের বাবাকে যখন হত্যা করা হয় তখন তাঁর বয়স ছিল মাত্র আট বছর। খুনিদের সম্পর্কে গল্প শুনে শুনেই বড় হয়েছেন তিনি। দীর্ঘ বছর ধরে তিনি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে মনের মধ্যে গভীর ক্ষোভ এবং তীব্র সংকল্প পোষণ করেছিলেন। 

গোপালের বাবার খুনি নাখাত সিং ভাটির বয়স বর্তমানে ৫০ বছর। আহমেদাবাদের থালতেজ এলাকার একটি আবাসিক কলোনিতে নিরাপত্তা প্রহরীর কাজ করেন তিনি। গত মঙ্গলবার বিকেলে যখন একটি পিকআপ ট্রাক তাঁকে চাপা দেয় তখন তিনি সাইকেল চালাচ্ছিলেন।

প্রাথমিকভাবে নাখাতের মৃত্যুকে সবাই দুর্ঘটনা বলে ধারণা করেছিল। নাখাতকে চাপা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত গোপাল। পরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাঁকে পুলিশ আটক করে। অবহেলা করে গাড়ি চালানোর কারণে মৃত্যুর জন্য তাঁর বিরুদ্ধে একটি মামলাও করে পুলিশ। 

তবে ঘটনাটি তদন্ত করতে গিয়ে চমকপ্রদ তথ্য পায় পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানে থাকা একটি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা বুঝতে পারেন—এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 

স্থানীয় ট্রাফিকের পরিদর্শক এস এ গোহিল জানান, ২০০২ সালে রাজস্থানের জয়সলমীরে একটি ট্রাকের চাপায় নিহত হয়েছিলেন গোপালের বাবা হরি সিং ভাটি। পরে প্রমাণ হয় হরির মৃত্যু কোনো দুর্ঘটনায় নয়, বরং হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে নাখাত ও তাঁর চার ভাইকে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়। 

ট্রাফিক পরিদর্শক গোহিল বলেন, ‘তখন থেকে একটি নিষ্ঠুর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল গোপাল।’ 

পুলিশ জানিয়েছে, গোপাল গত সপ্তাহে বানাসকাঁথার একটি গ্রাম থেকে আট লাখ টাকায় পিকআপ ট্রাকটি কিনেছিলেন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ব্যাংক থেকে লোন করেছিলেন তিনি। 

গোপালের মোবাইল ফোনের রেকর্ডে দেখা যায়, নতুন ট্রাক কেনার পর থেকে তিনি নাখাত সিং ভাটি যে এলাকায় থাকতেন সেখানে ঘন ঘন যাতায়াত করছিলেন। এ থেকেই পুলিশ বুঝতে পারে, বাবার হত্যার প্রতিশোধ নিতে ছক কষছিলেন গোপাল। 

গোহিল জানান, নাখাত ও গোপাল উভয়ই জয়সলমীর এলাকার। তাঁদের মধ্যে পারিবারিক শত্রুতা দীর্ঘদিনের। এমনকি তাঁরা যে দুটি গ্রামে বাস করেন সেই গ্রাম দুটির মধ্যে শত্রুতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এক গ্রামের মানুষ আরেক গ্রামের সঙ্গে কথা বলে না। গ্রাম দুটির মধ্যে বেশ কয়েকবার সমঝোতার চেষ্টা করা হলেও প্রতিবার তা ব্যর্থ হয়েছে। 

গোপালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত