কলকাতা প্রতিনিধি
ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম।
এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে।
ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে।
ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম।
এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে।
ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে।
মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গত সপ্তাহে দেশটির কাচিন রাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী নেতা ও স্থানীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুদ্ধবিধ্বস্ত হলেও খনিজে সমৃদ্ধ এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই আলোচনায়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমা
১ মিনিট আগেপচনশীল পণ্য আমদানিকারকদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। কারণ, তাঁরা শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য মজুত করে রাখতে পারেন না। অন্যদিকে খেলনা বা পোশাক আমদানিকারকেরা আগেভাগেই গুদাম ভরে রাখতে পারেন, যাতে শুল্কের বোঝা এড়ানো যায়।
৩২ মিনিট আগেইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা গাজায় চলমান হত্যাযজ্ঞ ও ফিলিস্তিনিদের ওপর বারবার নাকবা তথা বিপর্যয় চাপিয়ে দেওয়ার পক্ষে ভয়ংকর মন্তব্য করেছেন। সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর জনপ্রিয় টিভি অনুষ্ঠান উলপান শিশি-তে তাঁর অডিও রেকর্ডিং সম্প্রচারিত হয়। সেখানে তিনি
৩৬ মিনিট আগেপুরুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল শুরু করেছে জাতিসংঘ। ‘স্কুল ফর হাসবেন্ড’ নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। বিশেষ সেই স্কুল একদিন ঘুরে দেখেছে বার্তা সংস্থা এপি।
১ ঘণ্টা আগে