কলকাতা প্রতিনিধি
ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম।
এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে।
ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে।
ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম।
এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে।
ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি।
অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১০ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
১১ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১২ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১২ ঘণ্টা আগে