জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।
জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের এ সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।
এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।
২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা।
জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।
জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের এ সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।
এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।
২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩৮ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে