কলকাতা প্রতিনিধি
ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা ভোটের আগে বিরোধীদলীয় প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা মনীশ সিসোদিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সুরাট (পূর্ব) আসনে তাঁদের দলীয় প্রার্থী কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করেছে বিজেপি সমর্থকেরা। পুলিশের সামনে থেকেই কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন মনীশ সিসোদিয়া।
এদিকে, গুম অবস্থা থেকে ফিরে এসে এএপি প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এএপি নেতার অভিযোগ, অপহরণ করে বন্দুকের নলের সামনে তাদের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
গুজরাটে বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র উত্তেজনার পারদ চড়ছে। কংগ্রেস ছাড়াও এবার এএপিও বিজেপিকে হারাতে মরিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে তুলে ধরতে গুজরাটে ভালো ফল করতে চাইছেন।
তবে মনোনয়নকে ঘিরেই সংঘাত শুরু হলো এএপি-বিজেপির মধ্যে। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ—গুজরাটে ভয় পেয়েছে বিজেপি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে কেজরিওয়াল দাবি করেছেন, ‘আম আদমি পার্টির সরকার হচ্ছে গুজরাটে। তাই অপহরণের মতো রাস্তায় হাঁটছে শাসক দল।’
তবে কেজরিওয়ালের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হারার ভয়ে এখন থেকেই অজুহাত খুঁজছে এএপি। এরই মধ্যে দিল্লিতে পৌর নির্বাচন ঘিরেও শুরু হয়েছে উত্তেজনা। এএপির ঘাঁটি দিল্লিতেই তাদের সবক শেখাতে মরিয়া বিজেপি। আবারও বিজেপির দল ভাঙার খেলায় ব্যস্ত এএপি। এই অবস্থায় পৌর নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগে কিছুটা বিপাকে এএপি। সব মিলিয়ে এএপির সঙ্গে বিজেপির টক্কর চলছে সমানে সমানে। কিছুটা হলেও পিছিয়ে পড়েছে কংগ্রেস।
ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা ভোটের আগে বিরোধীদলীয় প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা মনীশ সিসোদিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সুরাট (পূর্ব) আসনে তাঁদের দলীয় প্রার্থী কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করেছে বিজেপি সমর্থকেরা। পুলিশের সামনে থেকেই কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন মনীশ সিসোদিয়া।
এদিকে, গুম অবস্থা থেকে ফিরে এসে এএপি প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এএপি নেতার অভিযোগ, অপহরণ করে বন্দুকের নলের সামনে তাদের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
গুজরাটে বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র উত্তেজনার পারদ চড়ছে। কংগ্রেস ছাড়াও এবার এএপিও বিজেপিকে হারাতে মরিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে তুলে ধরতে গুজরাটে ভালো ফল করতে চাইছেন।
তবে মনোনয়নকে ঘিরেই সংঘাত শুরু হলো এএপি-বিজেপির মধ্যে। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ—গুজরাটে ভয় পেয়েছে বিজেপি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে কেজরিওয়াল দাবি করেছেন, ‘আম আদমি পার্টির সরকার হচ্ছে গুজরাটে। তাই অপহরণের মতো রাস্তায় হাঁটছে শাসক দল।’
তবে কেজরিওয়ালের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হারার ভয়ে এখন থেকেই অজুহাত খুঁজছে এএপি। এরই মধ্যে দিল্লিতে পৌর নির্বাচন ঘিরেও শুরু হয়েছে উত্তেজনা। এএপির ঘাঁটি দিল্লিতেই তাদের সবক শেখাতে মরিয়া বিজেপি। আবারও বিজেপির দল ভাঙার খেলায় ব্যস্ত এএপি। এই অবস্থায় পৌর নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগে কিছুটা বিপাকে এএপি। সব মিলিয়ে এএপির সঙ্গে বিজেপির টক্কর চলছে সমানে সমানে। কিছুটা হলেও পিছিয়ে পড়েছে কংগ্রেস।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২২ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
৩ ঘণ্টা আগে