কলকাতা প্রতিনিধি
ভারতের সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদে বিজেপির সদস্য বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
বাবুলের আত্মপ্রকাশ গায়ক হিসেবে। ২০১৪ সালে বিজেপির হাত ধরে তিনি জাতীয় সংসদে প্রবেশ করেন। এরপর তাঁকে কেন্দ্রের প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি ফের মন্ত্রী হন। গত বিধানসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়িয়ে পরাস্ত হন। কিছুদিন পর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্বও খোয়াতে হয় বাবুলকে। এরপরই তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
কিন্তু পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে লোকসভার সদস্য পদে বহাল থাকেন। তবে দলের রাজ্য নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই সুখকর ছিল না।
এরই ধারাবাহিকতায় আজ তৃণমূল সংসদ সদস্য ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে অভিষেকের হাত ধরে বাবুল যোগ দিলেন তৃণমূলে। তাঁকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ যোগদানের ছবিও পোস্ট করেন ডেরেক।
বাবুল তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপিতে কেউ থাকতে চাইছেন না। বহু লোক আগামী দিনে আমাদের দলে আসবেন না। বিজেপির কুতসার রাজনীতি, জনবিরোধী নীতিরই প্রতিফলন ঘটছে।
পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। জানান, বিজেপির বহু মানুষ তৃণমূলে আসতে চাইছেন। তৃণমূলে বাবুলের যোগদানে দল আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিজেপি বাবুলের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ব্যক্তির দলত্যাগে তাঁদের কিছু ক্ষতি হওয়ার নয়। মানুষকে নিয়ে নীতির ভিত্তিতে দল করেন তাঁরা। ২০২৪ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপিই জিতবে বলে দাবি করেন শমীক। সেই সঙ্গে জাতীয় সংসদ থেকে বাবুল সুপ্রিয়ের ইস্তফার দাবি করেন তিনি।
ভারতের সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদে বিজেপির সদস্য বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
বাবুলের আত্মপ্রকাশ গায়ক হিসেবে। ২০১৪ সালে বিজেপির হাত ধরে তিনি জাতীয় সংসদে প্রবেশ করেন। এরপর তাঁকে কেন্দ্রের প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি ফের মন্ত্রী হন। গত বিধানসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়িয়ে পরাস্ত হন। কিছুদিন পর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্বও খোয়াতে হয় বাবুলকে। এরপরই তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
কিন্তু পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে লোকসভার সদস্য পদে বহাল থাকেন। তবে দলের রাজ্য নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই সুখকর ছিল না।
এরই ধারাবাহিকতায় আজ তৃণমূল সংসদ সদস্য ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে অভিষেকের হাত ধরে বাবুল যোগ দিলেন তৃণমূলে। তাঁকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ যোগদানের ছবিও পোস্ট করেন ডেরেক।
বাবুল তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপিতে কেউ থাকতে চাইছেন না। বহু লোক আগামী দিনে আমাদের দলে আসবেন না। বিজেপির কুতসার রাজনীতি, জনবিরোধী নীতিরই প্রতিফলন ঘটছে।
পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। জানান, বিজেপির বহু মানুষ তৃণমূলে আসতে চাইছেন। তৃণমূলে বাবুলের যোগদানে দল আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে বিজেপি বাবুলের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ব্যক্তির দলত্যাগে তাঁদের কিছু ক্ষতি হওয়ার নয়। মানুষকে নিয়ে নীতির ভিত্তিতে দল করেন তাঁরা। ২০২৪ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপিই জিতবে বলে দাবি করেন শমীক। সেই সঙ্গে জাতীয় সংসদ থেকে বাবুল সুপ্রিয়ের ইস্তফার দাবি করেন তিনি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪২ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে